দেশে `বাঘ` চার্চিল হংকংয়ে তিন গোল খেল
হংকংয়ে এএফসি কাপের ম্যাচে মঙ্গলবার স্থানীয় কিউচি স্পোর্টস ক্লাবের কাছে ৩-০ গোলে হারল চার্চিল ব্রাদার্স। হংকংয়ের মংকক স্টেডিয়ামে চার্চিলের জালে বল ঢোকান জর্জ তারেস দু`বার। ২৮ মিনিটে কিউচিকে গোল করে এগিয়ে দেন চু সিউ কেই। পরে ৩১ ও ৬৬ মিনিটে গোল দেন তারেস। ম্যান অফ দি ম্যাচ তিনিই। এদিন কিউচির প্রাধান্যই ছিল বেশি। কয়েকটা সুযোগ পেলেও কাজের কাজ করতে পারেননি সুনীল ছেত্রীরা। এই ম্যাচ ফের দেখিয়ে দিল, ভারতীয় ফুটবল ও ভারতের ক্লাবগুলির খেলা এখনও পূর্ব বা পশ্চিম এশীয় স্তরে উঠতেই পারেনি। এশীয় স্তরেই পিছিয়ে রয়েছে ভারত।
হংকংয়ে এএফসি কাপের ম্যাচে মঙ্গলবার স্থানীয় কিউচি স্পোর্টস ক্লাবের কাছে ৩-০ গোলে হারল চার্চিল ব্রাদার্স। হংকংয়ের মংকক স্টেডিয়ামে চার্চিলের জালে বল ঢোকান জর্জ তারেস দু`বার। ২৮ মিনিটে কিউচিকে গোল করে এগিয়ে দেন চু সিউ কেই। পরে ৩১ ও ৬৬ মিনিটে গোল দেন তারেস। ম্যান অফ দি ম্যাচ তিনিই। এদিন কিউচির প্রাধান্যই ছিল বেশি। কয়েকটা সুযোগ পেলেও কাজের কাজ করতে পারেননি সুনীল ছেত্রীরা। এই ম্যাচ ফের দেখিয়ে দিল, ভারতীয় ফুটবল ও ভারতের ক্লাবগুলির খেলা এখনও পূর্ব বা পশ্চিম এশীয় স্তরে উঠতেই পারেনি। এশীয় স্তরেই পিছিয়ে রয়েছে ভারত।
অন্যদিকে, মায়ানমারে এএফসি চ্যালেঞ্জ কাপ খেলার জন্য ভারতীয় দল ইতিমধ্যেই রওনা দিলেও ক্লাবের হয়ে ম্যাচ খেলার জন্য এঁদের ছেড়েছেন ডাচ কোচ উইম কোভারম্যান্স। অবশ্য সুভাষ ভৌমিকের দলের কাছে কঠিন ম্যাচটি অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। তাছাড়া ঘরের মাঠে এসি মিলান, জুভেন্তাস, চেলসি, ব্ল্যাকবার্ন রোভার্স এবং আর্সেনালের মতো দলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কিউচি স্পোর্টস ক্লাবের। সেটাই এদিন কাজে লাগাল তারা।