পুরভোটের আগে ৭ হাজার ক্লাবে ফের অর্থ বন্যা মুখ্যমন্ত্রীর

পুরভোটের আগে ফের ক্লাবগুলিকে অনুদান দেবে রাজ্য সরকার। ৭ হাজার ক্লাবকে দেওয়া হবে ১০৫ কোটি টাকা। বিবেক চেতনা উত্‍সবের মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঞ্চে না থাকলেও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jan 10, 2015, 09:58 PM IST
পুরভোটের আগে ৭ হাজার ক্লাবে ফের অর্থ বন্যা মুখ্যমন্ত্রীর

ব্যুরো: পুরভোটের আগে ফের ক্লাবগুলিকে অনুদান দেবে রাজ্য সরকার। ৭ হাজার ক্লাবকে দেওয়া হবে ১০৫ কোটি টাকা। বিবেক চেতনা উত্‍সবের মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঞ্চে না থাকলেও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বামী বিবেকানন্দের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিবেক চেতনা উত্‍সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।  মঞ্চে ছিলেন ক্রীড়া জগতের বিশিষ্টরা। তবে ছিলেন না ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। সারদাকাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এর জেরে প্রশ্নের মুখে সরকারের ভাবমূর্তি। তবে সেসব উপেক্ষা করেই ক্রীড়ামন্ত্রীর প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।   

বিবেক চেতনা উত্‍সবের মঞ্চেই রাজ্যের সাত হাজার ক্লাবকে ১০৫ কোটি টাকা অনুদানের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।   

এদিন খেল দিবস উপলক্ষে দুই প্রবীণ ক্রীড়াবিদকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরষ্কার দেওয়া হয়। ৬ জনকে ক্রীড়াগুরু, ৩১ জনকে বাংলার গৌরব ও ১৯ জন খেলোয়াড়কে খেল রত্ন সম্মানে ভূষিত করা হয়।

 

.