Colin Jackson: শীতের কলকাতায় বিশ্বরেকর্ডধারী দৌড়বিদ! কী করতে আসছেন তিনি?

Colin Jackson Named As Tata Steel Kolkata 25K International Ambassador: বিশ্বরেকর্ডধারী প্রাক্তন দৌড়বিদ কলিন জ্য়াকসন, তিনি আসছেন শীতের কলকাতায়। সৌজন্য়ে টাটা স্টিল ২৫কে।  

Updated By: Nov 22, 2023, 05:58 PM IST
Colin Jackson: শীতের কলকাতায় বিশ্বরেকর্ডধারী দৌড়বিদ! কী করতে আসছেন তিনি?
কলিন জ্য়াকসনই এবার টাটা স্টিল ২৫কে-র আকর্ষণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৭ ডিসেম্বর কলকাতা ফের দেখবে পূর্ব ভারতের সবচেয়ে বড় রোড রেস। অনুষ্ঠিত হবে টাটা স্টিল ২৫কে-র (ওরফে টিএসকে ২৫কে) (Tata Steel Kolkata 25K) অষ্টম সংস্করণ। এবার এই ইভেন্টের আন্তর্জাতিক ইভেন্ট অ্য়াম্বাসেডর হলেন কলিন জ্য়াকসন (Colin Jackson)। তিনিই ফ্ল্য়াগ-অফ করবেন এই দৌড়ের। ১১০ মিটার হার্ডল রেসের বিশ্বরেকর্ডধারী প্রাক্তন দৌড়বিদ কলিন। যাঁর বায়োডেটা রীতিমতো ঈর্ষণীয়। কলিন ১৯৮৬ সালে কমনওয়েলথ গেসসে প্রথম সিনিয়র পদক জিতেছিলেন। ১১০ মিটার হার্ডেলে পেয়েছিলেন রুপোর পদক। ১৯৯৩ সালে স্টুটগার্টে অনুষ্ঠিত বিশ্ব চ্য়াম্পিয়নশিপে জিতেছিলেন সোনা। ১৯৯৯ সালে ফের জেতেন বিশ্বখেতাব। তবে স্টুটগার্টের সোনাই কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ১১০ মিটার হার্ডল তিনি শেষ করেছিলেন ১২.৯১ সেকেন্ডে।

আরও পড়ুন: India vs Qatar: উনিশ ফিরল না তেইশে, কাতার চেনাল জাত, হেরেই গেল ভারত
 

টিএসকে ২৫কে-র গুরদায়িত্ব পেয়ে কলিন বলেন, 'দৌড় একটি সর্বজনীন ভাষা যা সম্প্রদায়কে অনুপ্রাণিত ও একত্রিত করার ক্ষমতা রাখে। আমার পুরো জীবনটাই দৌড়। সে ট্র্য়াকে হোক বা ট্র্যাকের বাইরে। দৌড়ই আমার জীবনের দিকনির্দেশ করেছে। আমাকে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করেছে। টিএসকে ২৫কে-র অংশ হতে পেরে রোমাঞ্চিত। সবাইকে এই বৃহত্তম স্পোর্টস সেলিব্রেশনে আমার সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ করছি।' অতীতে টিএসকে ২৫কে-র   আন্তর্জাতিক ইভেন্ট অ্য়াম্বাসেডর হয়েছেন নক্ষত্র ফুটবলার হার্নান ক্রেসপো ও টেনিস কিংবদন্তি বরিস বেকার।' কলিনের ১১০ মিটারের হার্ডল রেসের বিশ্বরেকর্ড ১৩ বছর অক্ষত ছিল। ২০০৬ সালে লসেনে অনুষ্ঠিত সুপার গ্রাঁ প্রিক্সে কলিনের রেকর্ড ভেঙে দিয়েছিলেন লিউ জিয়াং, যিনি চিনের অলিম্পিক্স সোনা জয়ী প্রাক্তন ট্র্য়াক অ্যান্ড ফিল্ড তারকা। তাঁর সময় লেগেছিল ১২.৮৮ সেকেন্ড। কলিন এখন বিবিসি-র ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগের ধারাভাষ্য়কার। একাধিক বইও লিখেছেন তিনি। কলিন ও তাঁর বোন 'গো ড্য়াড রান'-এর প্রতিষ্ঠাতা। ব্রিটেনে যারা প্রস্টেক ক্য়ানসার আক্রান্তদের জন্য় তহবিল জোগার করেন।

আরও পড়ুন: 2027 ODI World Cup: তেইশ এখন অতীত, সাতাশের সলতে পাকানো শুরু, আগামীর খবর এখনই

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
 

.