Cristiano Ronaldo Statue: গোয়ায় রোনাল্ডোর মূর্তি নিয়ে বিতর্কের ঝড়!
পর্তুগিজ মহাতারকার মূর্তি ঘিরে গোয়ার বিতর্কের ঝড়।
নিজস্ব প্রতিবেদন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Cristiano Ronaldo)। নিঃসন্দেহে ফুটবল গ্রহের সর্বকালের অন্যতম সেরা তিনি। পূজিত হন সারা বিশ্বে। তবে এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) পর্তুগিজ মহতারকার মূর্তি ঘিরে বিতর্কের ঝড় উঠল গোয়ায়।
ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গোয়া। সেখানকার কালাঙ্গুটে সিআর সেভেনের ৪০০ কেজির মূর্তি বসেছে। গোয়ার মন্ত্রী মাইকেল লোবো রোনাল্ডোর মূর্তির উন্মোচন করে টুইট করেছেন। তিনি লেখেন, "যুব সম্প্রদায়ের অনুরোধে আমরা রোনাল্ডোর মূর্তি পার্কে বসিয়েছি। যাতে তরুণরা অনুপ্রাণিত হতে পারে ফুটবলকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। এটা অত্যন্ত সম্মানের যে, এই পার্কের সৌন্দর্যায়ন করতে পেরেছি।" মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লোবো বলেন, "মানুষ যখন ফুটবলের কথা বলে তখন তাঁরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে কথা বলেন। তাই আমরা তাঁরই মূর্তি বসিয়েছি। যার ফলে ছেলে-মেয়েরা অনুপ্রাণিত হবে ভালবাসা ও আবেগ দিয়ে এই খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য।"
আরও পড়ুন: Sourav Ganguly: কেমন আছেন সৌরভ? বাড়ি ফেরা নিয়ে এল আপডেট
For the love of football and at the request of our youth we put up Cristiano Ronaldo's statue in the park to inspire our youngsters to take football to greater heights. It was an honour to inaugurate the beautification of open space, landscaping, garden with foundation & walkway. pic.twitter.com/VU5uvlSlMT
(@MichaelLobo76) December 28, 2021
Protest Meeting "No to Christiano Ronaldo's statue at Calangute" by Goa for Goans. pic.twitter.com/XtB5MoBWOL
(@SagarVarta) December 28, 2021
রোনাল্ডোর মূর্তি বসানোর পরেই স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়েছেন, তাঁদের মতে কেন একজন ভারতীয় ফুটবলারের বদলে পর্তুগিজ ফুটবলারের মূর্তি বসানো হয়েছে এখানে। এই মর্মে তাঁরা কালো পতাকা নিয়ে প্রতিবাদও করেছেন। ইতিহাস বলছে ষোড়শ শতকের শুরুতে পর্তুগিজ নাবিকেরা প্রথমে গোয়াতে অবতরণ করেন এবং দ্রুত গোয়ার দখল নেন। ১৯৬১ সালে গোয়া ভারতের অংশ হয়। গোয়ার ওপর পর্তুগিজ প্রভাব একটা রয়েই গিয়েছে।