ডাও কেমিক্যালস নিয়ে বিক্ষোভ লন্ডনে

লন্ডন অলিম্পিক আরম্ভ হওয়ার তারিখ যত কাছে আসছে, ততই ডাও কেমিকালসের স্পনসরশিপ নিয়ে বাড়ছে বিতর্ক। অলিম্পিক থেকে ডাও কেমিক্যালসের স্পনসরশিপ বাতিল করা নিয়ে প্রথম প্রতিবাদ জানায় ভারত। এবার ভারতের সঙ্গে গলা মিলিয়ে স্পনসরশিপ বাতিল নিয়ে প্রতিবাদে নেমেছে ইংল্যান্ডও।

Updated By: Jan 11, 2012, 11:51 PM IST

লন্ডন অলিম্পিক আরম্ভ হওয়ার তারিখ যত কাছে আসছে, ততই ডাও কেমিকালসের স্পনসরশিপ নিয়ে বাড়ছে বিতর্ক। অলিম্পিক থেকে ডাও কেমিক্যালসের স্পনসরশিপ বাতিল করা নিয়ে প্রথম প্রতিবাদ জানায় ভারত। এবার ভারতের সঙ্গে গলা মিলিয়ে স্পনসরশিপ বাতিল নিয়ে প্রতিবাদে নেমেছে ইংল্যান্ডও। প্রতিবাদ নিয়েছে বিক্ষোভের আকার। লন্ডন অলিম্পিক আয়োজকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সে দেশের সাংসদ সহ আন্দোলকারিরা তাঁদের ভোপালের জল খেতে বলেছেন।
বিক্ষোভকারীদের মতে, ভোপাল গ্যাস দুর্ঘটনার এলাকার জল এখনও দুষিত। ভারতের পর টেমস নদীর পাড়েও ভোপাল কাণ্ডের বিক্ষোভ শুরু হওয়াতে যথেষ্ট চাপে আয়োজকরা।

.