মারণ ভাইরাসের প্রভাব ময়দানী ঐতিহ্যে; করোনার জেরে এবার নববর্ষে বন্ধ বারপুজো!

ময়দান বদলেছে, ফুটবল বদলেছে, বদলে গেছে ফুটবল মরশুম। তবু আজও সমান প্রাসঙ্গিক পয়লা বৈশাখের বারপুজো।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Mar 25, 2020, 02:10 PM IST
মারণ ভাইরাসের প্রভাব ময়দানী ঐতিহ্যে; করোনার জেরে এবার নববর্ষে বন্ধ বারপুজো!

নিজস্ব প্রতিবেদন : ভয়ঙ্কর করোনার কাছে হার মানতে চলেছে বাঙালির এতদিনের ঐতিহ্য। পয়লা বৈশাখে বাঙালিদের অন্যতম রীতি ময়দানের বারপুজো। ময়দান বদলেছে, ফুটবল বদলেছে, বদলে গেছে ফুটবল মরশুম। তবু আজও সমান প্রাসঙ্গিক পয়লা বৈশাখের বারপুজো।

প্রতিবছর রীতি মেনে পয়লা বৈশাখের দিন বারপুজো হয় কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগানে। ময়দানের অন্যান্য তাঁবুতেও হয় বারপুজো। কলকাতা ময়দানের বারপুজো আসলে এক মিলনমেলা। সর্মথকরা আসেন ক্লাব তাঁবুতে নতুন বছরের প্রথম দিন। কার্যত ময়দানের ক্লাব তাঁবুগুলো হয়ে ওঠে সমর্থকদের মিলনক্ষেত্র। কিন্তু করোনার ধাক্কায় এবছর অবশ্য তা হওয়ার সম্ভাবনা নেই।

কেননা ইতিমধ্যেই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে  মঙ্গলবার মধ্যরাত থেকেই ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাত্  ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লক ডাউন ঘোষণা করেছে মোদী সরকার। আর ১৪ এপ্রিলই বাংলার নববর্ষ। তাই কোনওভাবেই ময়দানে এবছর হচ্ছে না বার পুজো।

পরিস্থিতি স্বাভাবিক হলে বিকল্প দিন হিসেবে অক্ষয় তৃতীয়ার দিন বারপুজো করার কথা ভেবে রেখেছেন ময়দানের বিভিন্ন ক্লাবের কর্তারা। মারণ ভাইরাসের জেরে এবার ধাক্কা খেতে চলেছে ময়দানের সনাতনী ঐতিহ্য।

আরও পড়ুন - কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, এই লড়াইয়ে আমরাই জিতব : সৌরভ গাঙ্গুলি

.