কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, এই লড়াইয়ে আমরাই জিতব : সৌরভ গাঙ্গুলি
মঙ্গলবার রাতেই একটি ভিডিয়ো বার্তায় সৌরভ গঙ্গোপাধ্যায় সবাইকে নিয়ম মেনে চলার কথা বলেছেন।
নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় দেশে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি করোনার ভয়াবহতার কথা তুলে ধরেন।এই লকডাউনও একধরনের জনতা কার্ফু।
করোনা মোকাবিলায় মঙ্গলবার রাতেই একটি ভিডিয়ো বার্তায় সৌরভ গঙ্গোপাধ্যায় সবাইকে নিয়ম মেনে চলার কথা বলেছেন। তিনি বলেন," কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা । তবে এই লড়াইয়ে আমরাই জিতব। ঘরে থাকাই বাঁচার একমাত্র পথ। সেটাই করুন... সরকারের সঙ্গে সহযোগিতা করুন।"
Let’s fight this together .. we will get over this #corona pic.twitter.com/OTH2iJbPMz
— Sourav Ganguly (@SGanguly99) March 24, 2020
মোদি সরকারের লকডাউনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বোর্ড প্রেসিডেন্ট বলেন," এই মুহূর্তে লকডাউন ছাড়া আর কোনও উপায় ছিল না। সরকার যা যা বলছে আমাদের সবকিছু মেনে চলা উচিত।"
আরও পড়ুন - দেশজুড়ে ২১ দিনের লকডাউন; করোনার বিরুদ্ধে দেশ বাঁচানোর বার্তা দিলেন বিরাট-অনুষ্কা