নেইমারের শিক্ষক ছিলেন রোনাল্ডো!

Updated By: Mar 23, 2016, 10:11 PM IST
নেইমারের শিক্ষক ছিলেন রোনাল্ডো!

ব্যুরো: ব্যালন ডিওর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকি নেইমারকে সাহায্য করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের শত্রুতা দূরে সরিয়ে ব্রাজিলের ওয়ান্ডার বয়ের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন সিআর সেভেন।

এবারের প্রথম ব্যালন ডিওরের জন্য মনোনিত হয়েছিলেন নেইমার। জমকালো অনুষ্ঠানে কি হয় সবটাই অজানা ছিল ব্রাজিলিয়ান তারকার। মেগা অনুষ্ঠানের মহড়ায় নেইমারের শিক্ষক ছিলেন রোনাল্ডো। এমনটাই দাবি করেছেন সেই অনুষ্ঠানের দায়িত্বে থাকা কেট অ্যাবডো। নেইমার ও রোনাল্ডো, দুজনেই পর্তুগিজ ভাষায় কথা বলেন। অনুষ্ঠানে কোথায় দাঁড়াবেন নেইমরা, তাকে কি করতে হবে,সবটাই  শিখিয়ে দেন রোনাল্ডো। সিআর সেভেনের এই দিকটা দেখে অবাক হয়ে যান অনেকেই।

.