মাত্র ২৭ বলে ৬৫ সঙ্গাকারা, এখনও অপরাজিত

আমেরিকার হাস্টনে অল স্টার্স সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ জমে উঠেছে। এদিন টস জেতেন সচিন তেন্ডুলকর। তারপর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

Updated By: Nov 12, 2015, 08:49 AM IST
মাত্র ২৭ বলে ৬৫ সঙ্গাকারা, এখনও অপরাজিত

ওয়েব ডেস্ক: আমেরিকার হাস্টনে অল স্টার্স সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ জমে উঠেছে। এদিন টস জেতেন সচিন তেন্ডুলকর। তারপর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
ওয়ার্নিস ওয়ারিওর্স ব্যাট করতে নেম আপাতত ১৫.২ ওভারে ৩ উইকেটে ১৮৪ রান তুলেছে। মাইকেল ভন করেন ২২ বলে ৩০ এবং ম্যাথু হেডেন করেছেন ১৫ বলে ৩২। হেডেনের উইকেট নিয়েছেন গ্লেন ম্যাকগ্রা। আর ভনকে ফিরিয়েছেন আর এক ইংরেজ গ্রেম সোয়ান।
জ্যাক কালিস করেছেন (২৩ বলে ৪৫)। তাঁর উইকেট নিয়েছেন সেহবাগ। ক্রিজে রয়েছেন দুর্দান্ত ফর্মের কুমার সঙ্গাকারা (২৭বলে ৬৫) এবং পন্টিং (৫ বলে ৮)।
প্রথম ম্যাচে মাঠে নামেননি সৌরভ। এদিন তিনি দলে আছেন। এখন দেখার এই ম্যাচে তিনি সচিনের সঙ্গে ওপেন করেন নাকি আগের ম্যাচে দুর্দান্ত খেলা সেহবাগকেই সচিনের সঙ্গে ফের ওপেন করতে দেখা যায়।

.