কবে আবার মাঠে নামবে টিম ইন্ডিয়া? অস্ট্রেলিয়ার সূচি ঘোষণায় রয়েছে ইঙ্গিত

টেস্ট সিরিজের সূচি ঘোষণার আগে বিসিসিআই—এর সঙ্গে আলোচনাও সেরেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনটাই জানা যাচ্ছে।

Updated By: May 28, 2020, 11:55 PM IST
কবে আবার মাঠে নামবে টিম ইন্ডিয়া? অস্ট্রেলিয়ার সূচি ঘোষণায় রয়েছে ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদন— সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরের ডিসেম্বর মাসে বিদেশের মাটিতে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। করোনার জেরে বিশ্বকাপ বা আইপিএল প্রশ্নের মুখে থাকলেও এখনও পর্যন্ত দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ অন রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সেক্ষেত্রে ভারতীয় দলকে হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেই কোয়ারেন্টাইনে যেতে হবে। তবে সিরিজ যে হচ্ছে সেই ব্যাপারে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত নিশ্চয়তা দিচ্ছে। আর তাই বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। 

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, 
প্রথম টেস্ট 3-7 ডিসেম্বর (ব্রিসবেন), 
দ্বিতীয় টেস্ট 11-15  ডিসেম্বর (অ্যাডিলেড ওভাল), 
তৃতীয় টেস্ট 26-30 ডিসেম্বর (মেলবোর্ন) 
চতুর্থ টেস্ট 3-7 জানুয়ারি (সিডনি) 

সূত্রের খবর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্ট ম্যাচটি দিন—রাতের হবে। কারণ বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি অস্ট্রেলিয়ায় দিন—রাতের টেস্ট ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইমতো দিনরাতে টেস্ট ম্যাচ করার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করার পর একাধিক রাজ্যে সংক্রমণের মাত্রা বেড়েছে। বাড়ছে লকডাউনের মেয়াদ। এমন অবস্থায় দেশের মাটিতে কবে ক্রিকেট ফিরবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আরও পড়ুন— চলতি বছরের টি—20 বিশ্বকাপের ভবিষ্যত কি? সিদ্ধান্ত কবে, জানাল আইসিসি

টেস্ট সিরিজের সূচি ঘোষণার আগে বিসিসিআই—এর সঙ্গে আলোচনাও সেরেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনটাই জানা যাচ্ছে। অস্ট্রেলিয়া পাঁচটি দেশের ক্রিকেট সফরে যাওয়ার কথা। তবে আপাতত করোনা পরিস্থিতির জন্য সব কিছুই ধোঁয়াশায় রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্টের ভেনু নির্বাচনের ক্ষেত্রে আবার যথেষ্ট পরিকল্পনাও সেরে রেখেছে তারা। এই যেমন প্রথম টেস্ট ব্রিসবেনে আয়োজন কেন? আসলে ব্রিসেবেনে ১৯৮৮—র পর থেকে আজ পর্যন্ত অস্ট্রেলিয়া কোনও টেস্ট হারেনি। এদিকে, ভারত সেখানে ছটি টেস্ট খেলে একটিতে ড্র করেছে এবং পাঁচটি হেরেছে। তাই অজি ক্যাপ্টেন টিম পেন সিরিজের প্রথম টেস্ট ব্রিসবেনে খেলতে চেয়েছিলেন। সিরিজের দ্বিতীয় টেস্ট পিঙ্ক বলে দিন—রাতের হতে পারে বলে খবর।  

.