দলে কে কে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় জানিয়ে নির্বাসিত এমিলি স্মিথ

এর ফলে, ওমেন্স বিগ ব্যাশ লিগের বাকি ম্যাচগুলির পাশাপাশি জানুয়ারি মাসের ওমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগেও খেলা হবে না তাঁর।

Updated By: Nov 19, 2019, 09:48 PM IST
দলে কে কে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় জানিয়ে নির্বাসিত এমিলি স্মিথ

নিজস্ব প্রতিবেদন: ওমেন্স বিগ ব্যাশ লিগের চলতি মরশুমে সিডনি থান্ডারের বিরুদ্ধে ম্যাচে হাবর্ট হারিকেন্সের প্রথম একাদশে কে কে রয়েছেন, সেই তালিকা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ক্রিকেটের সব রকম ফর্ম্যাট থেকে এক বছরের জন্য নির্বাসিত হলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার এমিলি স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁকে নির্বাসিত করা হয়েছে।

জানা গিয়েছে, গত ২ নভেম্বর সিডনি থান্ডারের বিরুদ্ধে ম্যাচে সরকারি ভাবে হাবর্ট হারিকেন্সের দল ঘোষণা করার ঘণ্টা খানেক আগেই প্রথম একাদশে কে কে রয়েছেন, সেই তালিকা ইনস্টাগ্রামে পোস্ট করেন স্মিথ।

আরও পড়ুন: ব্যাট দেখিয়ে অঙ্গভঙ্গি! সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে 'ছোটা সচিন'

খারাপ আবহাওয়ার জন্য ওই ম্যাচটি ভেস্তে গেলেও এই গুরুতর অপরাধের জন্য ১২ মাস ক্রিকেটের সব রকম ফর্ম্যাট থেকে তাঁকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর মধ্যে ৯ মাস নির্বাসনের নির্দেশে স্থগিতাদেশ রয়েছে। অর্থাৎ, আপাতত ৩ মাসের জন্যই মাঠের বাইরে থাকতে হবে এমিলি স্মিথকে। এর ফলে, ওমেন্স বিগ ব্যাশ লিগের বাকি ম্যাচগুলির পাশাপাশি জানুয়ারি মাসের ওমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগেও খেলা হবে না তাঁর।

.