চার-ছয়ের ফুলঝুরি! গোটা ম্যাচে ৪৮ ছক্কা, ৭০ বাউন্ডারি; স্বাক্ষী থাকলেন ঢাকার দর্শকরা
ব্যাটসম্যানদের এমন তাণ্ডব দেখে অনেকেই গড়াপেটার গন্ধ পাচ্ছেন!
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি। ৫০ ওভারের ম্যাচে দুই দলের মিলিয়ে ৮১৮ রান উঠল। ঢাকার ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যানদের এমন তাণ্ডব দেখে অনেকেই গড়াপেটার গন্ধ পাচ্ছেন!
নর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি ও ট্যালেন্ট হান্ট ক্রিকেট অ্যাকাডেমির মধ্যে ম্যাচে প্রথমে ব্য়াট করে নর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি। ২৭টা ছক্কা হাঁকিয়ে ৫০ ওভারে তারা ৪ উইকেটে ৪৩২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৮৬ রান তোলে ট্যালেন্ট হান্ট ক্রিকেট অ্যাকাডেমি। তারা ২১টি ওভার বাউন্ডারি মারে। দুই দল মিলিয়ে ৪৮ টা ওভার বাউন্ডারি আর ৭০ টা বাউন্ডারি হাঁকান।
বাংলাদেশের এক ক্রিকেট উদ্যোক্তা আলি আসাফ জানান, "এটা খুবই অস্বাভাবিক! আসলে আমি ঢাকার ঘরোয়া ক্রিকেটের এমনটা হয়ে থাকে। আমি এর সঙ্গে পরিচিত। কিন্তু এর আগে এমন চার-ছয়ের ফুলঝুরি দেখিনি। " তবে কি এবার ম্যাচ গড়াপেটার গন্ধ পাচ্ছেন উদ্যোক্তারা। প্রশ্নটা জোরালো হচ্ছে।
আরও পড়ুন - IND vs NZ 3rd T20I: নিউ জিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-২০ সিরিজ জিততে মরিয়া কোহলি ব্রিগেড