Rishabh Pant: সচিন থেকে সৌরভ, পন্থের প্রশংসায় মুখরিত বাইশ গজ
১৫০-র মধ্যে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার সম্ভাবনা যখন তৈরি হয়েছিল, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ১১১ বলে ১৪৬ রানের এমন ইনিংস খেললেন পন্থ যা আগামী বহু বছর আলোচনার রসদ হয়ে থাকল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এজবাস্টন টেস্টের যাবতীয় লাইমলাইট এখন উত্তরাখণ্ডের এক বছর চব্বিশের যুবকের ওপর। ১৫০-র মধ্যে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার সম্ভাবনা যখন তৈরি হয়েছিল, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ১১১ বলে ১৪৬ রানের এমন ইনিংস খেললেন পন্থ যা আগামী বহু বছর আলোচনার রসদ হয়ে থাকল।
ইংরেজ বোলারদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে ব্যাট করলেন পন্থ। ভয়ডরহীন ক্রিকেটের যেন ব্র্যান্ড অ্যাম্বাসডর তিনি। পন্থ শুধুই অসাধারণ সেঞ্চুরি করলেন না। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সঙ্গে জুটি বেঁধে ২২২ রান তুললেন স্কোরবোর্ডে। বন্দনায় মুখরিত বাইশ গজ। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মহারথীরা ভূয়সী প্রশংসা করলেন পন্থের।
ভারতের সহ-অধিনায়ক একই সঙ্গে টেস্টে পঞ্চম শতরান করলেন। একের পর এক রেকর্ড ও মাইলস্টোনে নাম লেখালেন তিনি। তাও আবার প্রবল চাপের মুখে। পন্থের এই শতরান এসেছে মাত্র ৮৯ বলে। সাজঘরে থাকা হেড কোচ রাহুল দ্রাবিড়ের উল্লাসও ছিল চোখে পড়ার মতো। সচারচর এরকম আবতারে দ্রাবিড়কে দেখা যায় না। তবে জাদেজার প্রশংসাও করতে হবে। কারণ দলের মান বাঁচানোর জন্য তিনিও পন্থের সঙ্গে সমানতালে যুদ্ধ করেছেন। নিজের মারকুটে মেজাজ ছেড়ে ঠাণ্ডা মাথায় করেছেন অর্ধ শতরান।
আরও পড়ুন: Rishabh Pant, ENG vs IND: পন্থের শতরান, জাদেজার লড়াকু ব্যাটিং, কামব্যাক করল ভারত