Cristiano Ronaldo: কামব্যাকের পর ফের জোড়া গোল, লুক্সেমবার্গকে উড়িয়ে দেওয়ার পর চর্চায় রোনাল্ডোর অভিনব সেলিব্রেশন
এভাবেই কামব্যাক করতে হয়। কাপ যুদ্ধের সময় রোনাল্ডোকে ম্যাচের পর ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন তৎকালীন কোচ ফের্নান্দো স্যান্টোস। তাঁর 'বাতিল ঘোড়া' রোনাল্ডোকে দলে রেখে আগেই বড় বার্তা দিয়েছিলেন নতুন কোচ রবার্তো মার্টিনেজ। আর সেটাই অক্সিজেনের মতো কাজ করল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতেই দেখা যাচ্ছে তাঁর আগ্রাসী মেজাজ। ৯০ মিনিটের যুদ্ধে সেই চেনা খুনে মেজাজের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ইউরো কাপ কোয়ালিফায়ারের (Euro Cup 2024 Qualifiers) গত ম্যাচে লেইচেনস্টাইনের (Liechtenstein) বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। সেই ম্যাচে পর্তুগাল (Portugal) ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল। আর এবার লুক্সেমবার্গকে (Luxembourg) দাঁড়াতেই দিল না পর্তুগাল। ৬-০ ব্যবধানে বিপক্ষকে হেলায় উড়িয়ে দেওয়া ম্যাচে, ফের জোড়া গোল করলেন 'সি আর সেভেন' (CR 7)। সেই সঙ্গে ভক্তদের মন ভরিয়ে দিয়েছে পর্তুগিজ মহাতারকার অভিনব সেলিব্রেশনও। তবে একইসঙ্গে চর্চায় উঠে আসছে মাঠের মধ্যে তাঁর অহেতুক ডাইভও।
রবিবার লুক্সেমবার্গের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৯ মিনিটের মধ্যেই রোনাল্ডো গোল করেন। এরপরেই মেতে ওঠেন নয়া সেলিব্রেশনে। এতদিন গোল করলে ‘সিউ’ সেলিব্রেশন করতেন রোনাল্ডো। এবার সঙ্গে জুড়েছে 'ন্যাপ' সেলিব্রেশন। দেশের জার্সিতে রোনাল্ডোর পরপর গোল দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। এবার প্রিয় তারকার নয়া সেলিব্রেশন ঘিরেও মেতে উঠেছেন তাঁরা।
— Cristiano Ronaldo (@Cristiano) March 26, 2023
৩১ মিনিটে ফের গোল করেন রোনাল্ডো। এছাড়াও জোয়াও ফেলিক্স, বার্নার্ডো সিলভা, ওটাভিও, রাফায়েল লিওরাও গোল পেয়েছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে বিতর্কে জড়িয়ে পড়েন রোনাল্ডো। ৫৭ মিনিটে পেনাল্টি আদায়ের চেষ্টা করেন তিনি। ধাক্কা লেগে মাঠে পড়ে গিয়ে রেফারির দৃষ্টি আকর্ষণ করেন। উলটে রোনাল্ডোকেই কার্ড দেখিয়ে দেন রেফারি। কিছুক্ষণ পরে অবশ্য তাঁকে তুলে নেন নতুন কোচ রবার্তো মার্টিনেজ (Roberto Martinez)।
আরও পড়ুন: Cristiano Ronaldo: বিশ্বরেকর্ডের রাত, জোড়া গোল করে কামব্যাক করলেন 'সি আর সেভেন'
আরও পড়ুন: Lionel Messi in Barcelona: মেসির জন্য দরজা খোলা, জানিয়ে দিলেন বার্সেলোনার সভাপতি
তবে এই ঘটনা নিয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নয় রোনাল্ডোর ভক্তরা। বরং একটি পরিসসংখ্যান তুলে ধরছেন তাঁরা। ২০২৩ সালে সবচেয়ে বেশি গোল করেছেন রোনাল্ডো। ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে বেশ পিছিয়ে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (Lionel Messi।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিদায়ের পর রোনাল্ডোর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তাঁর অবসর ঘোষণা না করা নিয়েও হাসাহাসি কম হয়নি। কিন্তু মানুষটা যে সহজে হাল ছাড়ার পাত্র নন!হারার আগে রাজি নন হারতেও। কঠিন সময়টা এবার ঠিকই জয় করে দেখালেন তিনি।
পর্তুগালের রাজা দেশের জার্সিতেই ফিরেছেন বীরের মতোই। টানা দুই ম্যাচে জোড়া গোল করে রোনাল্ডো বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)