বিশ্বকাপ ফাইনালে দেশ, ক্রোয়েশিয়ার মন্ত্রিসভায় সবাই 'ফুটবলার'
স্বয়ং রাষ্ট্রপতির এমন মনোভাবই যেন ক্রোয়েশিয়ার বাকি মন্ত্রীদের প্রেরণা জুগিয়েছে।
নিজস্ব প্রতিনিধি : ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি কলিন্ডা গ্রাবার কিতারোভিচ এখন বেশ বিখ্যাত। না, রাজনৈতিক কাজকর্মের জন্য তাঁর এতটা প্রচার হয়তো হয়নি, যতটা হল তাঁর ফুটবলপ্রেমের জন্য। রাশিয়া বিশ্বকাপে তাঁকে বারবার দেখা গিয়েছে গ্যালারিতে। জাতীয় দলের জার্সি গায়ে। তিনি সব সময়ই দলকে উজ্জীবিত করতে হাজির থাকছেন মাঠে। স্বয়ং রাষ্ট্রপতির এমন মনোভাবই যেন ক্রোয়েশিয়ার বাকি মন্ত্রীদের প্রেরণা জুগিয়েছে। দেশ বিশ্বকাপ ফাইনালে ওঠার পর থেকে তাঁরাও যেন প্রত্যেকে একজন করে ফুটবলার হয়ে উঠেছেন।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের ২৪ ঘণ্টা পরই নতুন অবতারে রোনাল্ডো
ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ ফাইনালের আগে জানিয়েছেন, ''আমাদের সঙ্গে ৪৫ লক্ষ মানুষ খেলবে। ওরাই তো আমাদের অনুপ্রেরণা।'' মদ্রিচের এই কথাগুলোই যেন আগেভাগে পৌঁছেছিল তাঁর দেশের মন্ত্রীদের কাছে। তাই দেশের সমর্থনে মন্ত্রিসভায় দেশের সব মন্ত্রী-আমলারা পরে এলেন জাতীয় দলের জার্সি। ২০১৮ বিশ্বকাপে তাদের দেশ দারুন পারফর্ম করেছে। আন্ডারডগ তকমা নিয়ে রাশিয়ায় নামলেও শেষ পর্যন্ত তারা ফাইনাল খেলছে। ক্রোয়েশিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী, প্রত্যেকেই দেশের এই সাফল্যকে তারিয়ে উপভোগ করতে চাইছেন।
আরও পড়ুন- রাশিয়া বিশ্বকাপের স্মারক
মন্ত্রিসভায় সরকারি আলোচনাসভায় দেখা গেল মন্ত্রীরা সবাই দেশের জার্সি গায়ে এসেছেন। পুরো ব্যাপারটা অবশ্য আগে থেকেই ঠিক করে রেখেছিলেন মন্ত্রীরা। দেশের ফুটবলকে প্রচারে আনতে এর থেকে ভাল উপায় আর হতে পারে কি!
FLASH : Croatia's cabinet held a session wearing the national team jersey following the country's qualification for their first ever #WorldCup final.
[Source : @ESPNFC ] pic.twitter.com/z5Re7JmNZm https://t.co/z5Re7JmNZm
— Amaechi Michael (@AmaechiAgbo) July 14, 2018