Ravindra Jadeja: আইপিএল থেকে সম্ভবত ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে যে, সিএসকে শিবির জাদেজার চোট শেষ কয়েকদিন পর্যবেক্ষণ করে দেখেছে। কিন্তু জাদেজার উন্নতি লক্ষ্য করা যায়নি। ফলে জাদেজার চোট নিয়ে সিএসকে কোনওরকম ঝুঁকি নেবে না। দলের স্টার অলরাউন্ডার ১০০ শতাংশ ফিট না হলে মাঠে নামার কোনও প্রশ্ন নেই।
নিজস্ব প্রতিবেদন: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্লেঅফে যাওয়ার সম্ভাবনা সরু সুতোয় ঝুলছে! তার মধ্যেই এমএস ধোনি (MS Dhoni) অ্যান্ড কোং বড় ধাক্কা খেল। জানা যাচ্ছে চোটের জন্য সম্ভবত চলতি আইপিএল ( IPL 2022) থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) বিরুদ্ধে খেলার সময় জাদেজা শরীরের ওপরের অংশে চোট পেয়েছিলেন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জাদেজা খেলেননি। টসের সময় ধোনি বলেছিলেন, "জাড্ডু ফিট নয়। দুবে ওর জায়গায় খেলছে।"
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে যে, সিএসকে শিবির জাদেজার চোট শেষ কয়েকদিন পর্যবেক্ষণ করে দেখেছে। কিন্তু জাদেজার উন্নতি লক্ষ্য করা যায়নি। ফলে জাদেজার চোট নিয়ে সিএসকে কোনওরকম ঝুঁকি নেবে না। দলের স্টার অলরাউন্ডার ১০০ শতাংশ ফিট না হলে মাঠে নামার কোনও প্রশ্ন নেই। আইপিএলের মাঝপথেই নেতৃত্বে বদল ঘটেছে সিএসকে-র। ফের দলের দায়িত্ব নিয়েছেন ধোনি। জাদেজা (Ravindra Jadeja) ক্য়াপ্টেনসির ব্যাটন ফিরিয়ে দেন কিংবদন্তি ক্য়াপ্টেনকে!
চলতি আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে দেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'কে নেতৃত্ব দেবেন না। জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দিচ্ছেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছেন জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই এই মরশুমে প্রথম ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। কার্যত চেন্নাই আইপিএল থেকে ছিটকেই যায়। সৌরাষ্ট্রের অলরাউন্ডার এই মরশুমে একেবারেই চেনা ছন্দে নেই। ১০ ম্যাচে ১১৬ রান করেছেন জাদেজা। নিয়েছেন ৫ উইকেট।
আরও পড়ুন: Ravindra Jadeja-Ravi Shastri: জাদেজা কি আগে কখনও অধিনায়কত্ব করেছে? প্রশ্ন শাস্ত্রীর
আরও পড়ুুন: Virat Kohli: প্রসঙ্গ 'গোল্ডেন ডাক'; 'এই খেলার সব দেখা হয়ে গিয়েছে আমার'!