কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সোনা জয় ভারতীয় ছেলেদের

পুরুষদের দলগত ইভেন্টে সিঙ্গাপুরকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত শুরু করেন ভারতীয় প্যাডলাররা।

Updated By: Apr 9, 2018, 06:01 PM IST
কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সোনা জয় ভারতীয় ছেলেদের

নিজস্ব প্রতিবেদন : ২৪ ঘন্টার ব্যবধানে কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ভারতের সোনা এল দলগত ইভেন্টে। মেয়েদের পর ছেলেরাও সোনা জিতে নিল। সোমবার নাইজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে সোনা জয় শরত্ কমলদের।

আরও পড়ুন- কমনওয়েলথে টেবিল টেনিসে সোনা জিতে ইতিহাস মহিলাদের

পুরুষদের দলগত ইভেন্টে সিঙ্গাপুরকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত শুরু করেন ভারতীয় প্যাডলাররা। প্রথম সিঙ্গলসে নাইজেরিয়ার বড আবিওদুনকে ৪-১১, ১১-৫, ১১-৪, ১১-৯ গেমে হারিয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অচন্ত শরত্ কমল। দ্বিতীয় সিঙ্গলসে ভারতের সাথিয়ান গনশেখরন নাইজেরিয়ার সেগান টেরিওলাকে ১০-১২, ১১-৩, ১১-৩, ১১-৪ গেমে হারিয়ে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। আর ডাবলসে সাথিয়ান এবং হরমীত দেশাই জুটি সহজেই হারালেন বড আবিওদুন-ওমোতায়ো ওলাজিদে জুটিকে। খেলার ফল ১১-৮, ১১-৫, ১১-৩।

আরও পড়ুন- সামান্য ভুলই সোনা পেতে শেখাবে রুপোলী মেহুলিকে: জয়দীপ

কমনওয়েলথ গেমসে রবিবারই সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে মহিলাদের দলগত বিভাগে সোনা জিতে ইতিহাস গড়েন মৌমা-মনিকারা। মনিকাদের পথেই সোমবার সোনা জিতলেন শরত্-সাথিয়ানরা। ১২ বছর পর কমনওয়েলথের আসরে টেবিল টেনিসে পুরুষদের দলগত বিভাগে সোনা এল ভারতের ঘরে।

.