Bending it like Beckham: যেন বাবার জেরক্স কপি! চোখ ধাঁধানো ফ্রি-কিকে খবরে বেকহ্যাম পুত্র

গত রবিবার রোমিও ইন্টার মিয়ামি টু'র জার্সিতে পেলেন প্রথম গোলের স্বাদ। 

Updated By: Jul 11, 2022, 04:54 PM IST
Bending it like Beckham: যেন বাবার জেরক্স কপি! চোখ ধাঁধানো ফ্রি-কিকে খবরে বেকহ্যাম পুত্র
বেকহ্যাম পুত্র মনে করালেন বাবাকেই!

 জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডেভিড বেকহ্যাম (David Beckham), নামটা মাথায় আসলেই চোখের সামনে ভেসে ওঠে তাঁর স্কিল, ঠিকানা লেখা নিখুঁত দূরপাল্লার পাস থেকে রুদ্ধশ্বাস সব ফ্রি-কিক। ২০১৩ সালে ফুটবল থেকে বিদায় নেনে ইংল্যান্ডের কিংবদন্তি। বিশ্ব ফুটবলের আইকনিক প্লেয়ার এরপর ফুটবল প্রশাসক হিসাবে নিজেক মেলে ধরেন। ইন্টার মায়ামি (Inter Miami) ক্লাবের মালিক ও সভাপতি হন তিনি। বেকহ্যামের উনিশ বছরের ছেলে রোমিও বেকহ্যাম (Romeo Beckham) খেলেন বাবার ফুটবল ক্লাবে, জুনিয়র টিমে। 

গত রবিবার রোমিও ইন্টার মিয়ামি টু'র জার্সিতে পেলেন প্রথম গোলের স্বাদ। রোমিও যেন ঘড়ির কাঁটা পিছন দিকে ঘুরিয়ে দিলেন কয়েক মুহূর্তের মধ্যে। প্রায় ২০ মিটার দূর থেকে রোমিও অনবদ্য ফ্রি-কিকে গোল করলেন। তাঁর শট মানব প্রাচীরের ওপর দিয়ে উড়ে গিয়ে খুঁজে নিল গোলের ঠিকানা। সোশ্যাল মিডিয়ায় এই গোলের ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটাগরিকরা বলতে শুরু করে দেন তাঁরা, রোমিওকে নয়, তাঁর মধ্যে দেখতে পেলেন তাঁর বাবা ডেভিডকেই। 

বেকহ্যামের বর্ণাঢ্য কেরিয়ারে আলোচনা করার মতো একাধিক ফ্রি-কিক রয়েছে। তবে ২০০১ বিশ্বকাপে বেকসের পা থেকে গ্রিসের বিরুদ্ধে যে ফ্রি-কিক এসেছিল, তা সম্ভবত আগামী ১০০ বছর মনে রাখবে ফুটবলবিশ্ব। ১০০-র ওপর আন্তর্জাতিক ম্যাচ খেলা বেকহ্যাম ২০০৯ সালে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ২০১৩ পর্যন্ত ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যান।

আরও পড়ুন: Virat Kohli: ২৪ ঘণ্টার জনমত সমীক্ষায় বাদ পড়লেন বিরাট কোহলি

আরও পড়ুন Fake IPL: এবার খবরে ভুয়ো আইপিএল! সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে গুজরাতের গল্প

আরও পড়ুনWATCH | Rohit-Virat: 'বিশেষজ্ঞ কারা? জানি না কেন তাঁদের বিশেষজ্ঞ বলা হয়'! বিরাটের পাশেই রোহিত

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.