অ্যাডিলেডে ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরিকে কুর্নিশ জানাতে গান্ধীর শরণাপন্ন হলেন ক্যান্ডিস
অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ৩৩৪ রানের রেকর্ড ভেঙে অপরাজিত ৩৩৫ রান করেন ডেভিড ওয়ার্নার।
নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে অপরাজিত ৩৩৫ রান করে নজির গড়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেড ওভালে ওয়ার্নারের দুরন্ত ট্রিপল সেঞ্চুরিকে কুর্নিশ জানিয়েছেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। আর সেই কুর্নিশ জানাতে গান্ধীকে উদ্ধৃত করলেন তিনি।
অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ৩৩৪ রানের রেকর্ড ভেঙে অপরাজিত ৩৩৫ রান করেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের এই ঐতিহাসিক ইনিংসের পর স্বামীর প্রশংসা করতে গিয়ে মহাত্মা গান্ধীর কথা বললেন ক্যান্ডিস। টুইট করে ক্যান্ডিস লেখেন, " শারীরিক সক্ষমতা থেকেই শক্তি আসে না, অদম্য ইচ্ছা শক্তি থেকেই তা আসে (মহাত্মা গান্ধী) ।" সঙ্গে তিনি লেখেন, " তোমার সম্পর্কে মানুষজন কী ভাবেন সেটা গুরত্বপূর্ণ নয়, তুমি নিজের সম্পর্কে কী ভাবো সেটাই বরং গুরুত্বপূর্ণ। "
Strength does not come from physical capacity. It comes from a indomitable will. (Mahatma Gandhi) It’s not important what other people believe about you. It’s only important what you believe about yourself. @davidwarner31 #335notout pic.twitter.com/Vlg9NVktj0
— Candice Warner (@CandyFalzon) November 30, 2019
অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে পাকিস্তানকে ইনিংসে হারিয়ে দুই টেস্টের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৭৬ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ নম্বরে উঠে এসেছে অজিরা।
আরও পড়ুন- IPL 2020: কলকাতায় নিলামে উঠছেন ৯৭১ ক্রিকেটার