মাত্র দু'রানের জন্য বিশ্বরেকর্ড ভাঙতে পারলেন না ডেভিড ওয়ার্নার

রেকর্ড হতে হতেও হল না। মাত্র দুই রানের জন্য ওপেনিং পার্টনারশিপের বিশ্বরেকর্ড ভাঙতে পারল না ডেভিড ওয়ার্নার-হেড জুটি। পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেডে পঞ্চম একদিনের ম্যাচে ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড জুটি দুশো চুরাশি রান করে অস্ট্রেলীয় ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান করেন। মাত্র দু রানের জন্য তারা ভাঙতে ব্যর্থ হন সনথ জয়সূর্য-উপল থারাঙ্গা ওপেনিং জুটির গড়া দুশো ছিয়াশি রানের বিশ্বরেকর্ড।

Updated By: Jan 27, 2017, 09:09 AM IST
মাত্র দু'রানের জন্য বিশ্বরেকর্ড ভাঙতে পারলেন না ডেভিড ওয়ার্নার

ওয়েব ডেস্ক: রেকর্ড হতে হতেও হল না। মাত্র দুই রানের জন্য ওপেনিং পার্টনারশিপের বিশ্বরেকর্ড ভাঙতে পারল না ডেভিড ওয়ার্নার-হেড জুটি। পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেডে পঞ্চম একদিনের ম্যাচে ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড জুটি দুশো চুরাশি রান করে অস্ট্রেলীয় ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান করেন। মাত্র দু রানের জন্য তারা ভাঙতে ব্যর্থ হন সনথ জয়সূর্য-উপল থারাঙ্গা ওপেনিং জুটির গড়া দুশো ছিয়াশি রানের বিশ্বরেকর্ড।

আরও পড়ুন অভিষেক ম্যাচেই বিতর্কে জড়ালেন পারভেজ রসুল

তবে ডেভিড ওয়ার্নার এদিন করে ফেলেন একদিনের ক্রিকেটে নিজের সর্বোচ্চ রান। ওয়ার্নার করেন একশো উনআশি রান। ওয়ার্নার এদিন স্পর্শ করে ফেলেন সচিন তেন্ডুলকরের করা পাঁচবার দেড়শো বা তার বেশি রান করার নজির।

আরও পড়ুন  আইসিসির তালিকায় কেরিয়ারের সেরা স্থানে সাকিব এবং ল্যাথাম

.