৩১ বলে সেঞ্চুরি, ১৬ বলে হাফ সেঞ্চুরি- ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরিয়ান এখন এবি ডিভিলিয়ার্স
মাত্র ৩১ বলে সেঞ্চুরি। অসম্ভবকে সম্ভব করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ভেঙে গেল নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের ৩৬ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড। কোরি ভেঙে ছিলেন আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির দীর্ঘদিনের রেকর্ড।
পার্থ প্রতিম চন্দ্র- মাত্র ৩১ বলে সেঞ্চুরি। অসম্ভবকে সম্ভব করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ভেঙে গেল নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের ৩৬ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড। কোরি ভেঙে ছিলেন আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির দীর্ঘদিনের রেকর্ড।
রবিবার জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৪৪ বলে ১৪৯ রান করলেন ডিভিলিয়ার্স। মারলেন ১৬টা ওভার বাউন্ডারি, ৯টা বাউন্ডারি। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে করল দুই উইকেটে ৪৩৯ রান। ওয়ানডে ক্রিকেটে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোর। তিন জন ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। ডিভিলিয়ার্সের পাশাপাশি সেঞ্চুরি করলেন হাসিম আমলা (১৫৩), রিলি রোসিউ (১২৮)। প্রথম উইকেটে ২৪৭ রানের পার্টনারশিপ গড়েন আমলা-রোসিউ। রোসিউ আউট হওয়ার পর ক্রিজে নেমে ঝড় তোলেন ডিভিলিয়ার্স। বুঝিয়ে দিলেন কেন সবাই এখন তাঁকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জামি ক্রিকেটার বলেন।
জোহানেসবার্গে ডিভিলিয়ার্সের ইনিংস এক নজরে- 4,2,1,1,4,6,4,6,6,0,2,2,1,1,6,6,6,4,6,1,4,1,1,0,4,4,0,6,4,6,6