এক ওভারে ৬টা ছক্কা হাঁকালেন দিল্লি ডেয়ারডেভিলসে খেলা মার্কাস স্টোইনিস

অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের এক ম্যাচে ঘটল ওভারে ৬টা ওভার বাউন্ডারি মারার ঘটনা। ৬ বলে ৬ মারার ক্লাবের সদস্য হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। মার্কাস আইপিএলে দিল্ল ডেয়ারডেভিলসের হয়ে খেলেন। ওভারে শুধু ৬টা ছক্কা হাঁকানোই নয়     ৫০ ওভারের ম্যাচে ন্যাশানাল ইনডিনজেনাসের জার্সি গায়ে এই ম্যাচে ৭৩ বলে ১২১ রানও করলেন স্টোইনিস।

Updated By: Jul 9, 2015, 01:14 PM IST
এক ওভারে ৬টা ছক্কা হাঁকালেন দিল্লি ডেয়ারডেভিলসে খেলা মার্কাস স্টোইনিস
৬ বলে ৬ ছক্কার এটা একটা। (ছবি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট থেকে)

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের এক ম্যাচে ঘটল ওভারে ৬টা ওভার বাউন্ডারি মারার ঘটনা। ৬ বলে ৬ মারার ক্লাবের সদস্য হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। মার্কাস আইপিএলে দিল্ল ডেয়ারডেভিলসের হয়ে খেলেন। ওভারে শুধু ৬টা ছক্কা হাঁকানোই নয়     ৫০ ওভারের ম্যাচে ন্যাশানাল ইনডিনজেনাসের জার্সি গায়ে এই ম্যাচে ৭৩ বলে ১২১ রানও করলেন স্টোইনিস।

ইনিংসের ৩৭ তম ওভারে ব্রেন্ডন স্মিথের বলে ৬টা ওভার বাউন্ডারি মারার পর ক্রিজে বসে একটু জিরিয়ে নেন স্টোইনিস। ওই ওভারের প্রথম তিনটে বলে মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারি পার করেন, চতুর্থ বলটা হয় ওয়াইড, এরপরের তিনটে বলে লং অনের ওপর দিয়ে ছয় মারেন স্টোইনিস।

অবশ্য রেকর্ড বইতে স্থান পাবে না স্টোইনিসের এই ছয় ছক্কার কীর্তির। কারণ ম্যাচটা ছিল প্রস্তুতি ম্যাচ।

প্রসঙ্গত, প্রথমবার এক ওভারে ৬টা ওভার বাউন্ডারি হাঁকান গ্যারি সোবার্স। ১৯৬৮ সালে সোবার্সের কীর্তির ১৭ বছর পর রনজিতে বরোদার বিরুদ্ধে রবি শাস্ত্রী মারেন ৬ বলে ৬টা ছয়। ২০০৭ বিশ্বকাপে হারশাল গিবস, ও ২০০৭ টি২০ বিশ্বকাপে যুবরাজ সিং এক ওভারে ৬টা ওভার বাউন্ডারি মারেন।    

.