রিও অলিম্পিকে নামা হচ্ছে না দুবারের অলিম্পিকে পদকজয়ী সুশীল কুমারের

সুশীল কুমারের আবেদন শেষ পর্যন্ত খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। রিও অলিম্পিকে নামা হচ্ছে না দুবারের অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগিরের। ৭৪ কেজি বিভাগে রিওতে ভারতের প্রতিনিধিত্ব করবেন নরসিংহ যাদব। ভারতের কুস্তি সংস্থার সিদ্ধান্তকেই সিলমোহর দিল   দিল্লির সর্বোচ্চ আদালত। পারফরম্যান্সের বিচারে ৭৪ কেজি বিভাগে নরসিং যাদবকে রিও পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয়  কুস্তি সংস্থা । ফেডারেশনের সেই সিদ্ধন্তকে চ্যালেঞ্চ করে অলিম্পিকের আগে ট্রায়াল চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুশীল। গত কয়েক সপ্তাহ ধরে এই মামলার শুনানি হয়। আদালত সুশীলের কাছে জানতে চেয়েছিল গত বছর আগষ্ট থেকে তার কি পারফরম্যান্স ছিল । কোর্টের মনোভাবেই ইঙ্গিত দিয়েছিল এই মামলায় ব্যাকফুটে সুশীলই। সোমবার বিচারক জানিয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার নরসিংহকে রিওতে পাঠানোর সিদ্ধান্ত যুক্তি সঙ্গত ।  আর শেষ মূহুর্তে ট্রায়াল হওয়ার মানে ভারতের পদক জেতার সম্ভাবনা কমে যাওয়া।

Updated By: Jun 6, 2016, 09:06 PM IST
রিও অলিম্পিকে নামা হচ্ছে না দুবারের অলিম্পিকে পদকজয়ী সুশীল কুমারের

ওয়েব ডেস্ক: সুশীল কুমারের আবেদন শেষ পর্যন্ত খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। রিও অলিম্পিকে নামা হচ্ছে না দুবারের অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগিরের। ৭৪ কেজি বিভাগে রিওতে ভারতের প্রতিনিধিত্ব করবেন নরসিংহ যাদব। ভারতের কুস্তি সংস্থার সিদ্ধান্তকেই সিলমোহর দিল   দিল্লির সর্বোচ্চ আদালত। পারফরম্যান্সের বিচারে ৭৪ কেজি বিভাগে নরসিং যাদবকে রিও পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয়  কুস্তি সংস্থা । ফেডারেশনের সেই সিদ্ধন্তকে চ্যালেঞ্চ করে অলিম্পিকের আগে ট্রায়াল চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুশীল। গত কয়েক সপ্তাহ ধরে এই মামলার শুনানি হয়। আদালত সুশীলের কাছে জানতে চেয়েছিল গত বছর আগষ্ট থেকে তার কি পারফরম্যান্স ছিল । কোর্টের মনোভাবেই ইঙ্গিত দিয়েছিল এই মামলায় ব্যাকফুটে সুশীলই। সোমবার বিচারক জানিয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার নরসিংহকে রিওতে পাঠানোর সিদ্ধান্ত যুক্তি সঙ্গত ।  আর শেষ মূহুর্তে ট্রায়াল হওয়ার মানে ভারতের পদক জেতার সম্ভাবনা কমে যাওয়া।

রিও তে যাওয়ার ছাড়পত্র  দাবি জানিয়ে ট্রায়াল চেয়ে  ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন সুশীল কুমার । সোমবার তার  আবেদন শেষ পর্যন্ত খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। রিও অলিম্পিকে নামা হচ্ছে না দুবারের অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগিরের। ৭৪ কেজি বিভাগে রিওতে ভারতের প্রতিনিধিত্ব করবেন নরসিংহ যাদব। ভারতের কুস্তি সংস্থার সিদ্ধান্তকেই সিলমোহর দিল   দিল্লির সর্বোচ্চ আদালত।    কোর্টের মনোভাবেই ইঙ্গিত দিয়েছিল এই মামলায় ব্যাকফুটে সুশীলই। সোমবার বিচারক জানিয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার নরসিংহকে রিওতে পাঠানোর সিদ্ধান্ত যুক্তি সঙ্গত ।

আদালত মনে করে  শেষ মূহুর্তে ট্রায়াল হওয়ার মানে নরসিং যাদবের মনোসংযোগের ব্যাঘাত ঘটবে । তাতে    ভারতের পদক জেতার সম্ভাবনা কমে যাবে ।

.