কালমাদিকে কড়া নির্দেশ কোর্টের
সুরেশ কালমাদিকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদ ছাড়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি একে সিক্রির নেতৃত্বে গঠিত ডিভিসন বেঞ্চ জানিয়ে দিয়েছে পদ না ছাড়লে আদালত ব্যবস্থা নেবে তাঁর বিরুদ্ধে।
সুরেশ কালমাদিকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদ ছাড়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি একে সিক্রির নেতৃত্বে গঠিত ডিভিসন বেঞ্চ জানিয়ে দিয়েছে পদ না ছাড়লে আদালত ব্যবস্থা নেবে তাঁর বিরুদ্ধে। কমনওয়েলথ কেলেঙ্কারীতে জড়িত আইওএ-র অপর ২ আধিকারীক ললিত ভানোত ও ভিকে ভার্মাকেও একই কথা জানিয়ে দিয়েছে আদালত। আইনজীবী রাহুল মেহরার অভিযোগ ছিল এই তিন আধিকারিক ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেছেন। তিনি জানান কালমাদি এই পদে আছেন আঠেরো বছর। কিন্তু ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকাতে স্পষ্ট লেখা আছে সভাপতি পদে একজন ১২ বছরের বেশি থাকতে পারবেন না।