ক্যাঙারুর দেশে কুকরা আর রামধনুর দেশে ধোনিরা যেন `যমজ ভাই`

দুটো আলাদা দেশ। ক্রিকেটের আলাদা দুটো ফরম্যাটে এরা সেরা। ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা ভারত। আর বেশ কয়েক বছর টেস্টে ধারাবাহিকতার বিচারে সেরা ইংল্যান্ড। কিন্তু দুটো দেশই ক্রিকেট বিশ্বে কেমন যেন মিলে গেল। একেবারে সেরার তকমা নিয়ে খেলতে নেমে ধুলোয় মিশে গেল সম্মান। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ মহেন্দ্র সিং ধোনির দলের যা হাল, ঠিক একই হাল অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের।

Updated By: Dec 9, 2013, 05:38 PM IST

--------------------------------------
অ্যাসেজে ইংল্যান্ড- প্রথম টেস্টে হার-১৮১ রানে, দ্বিতীয় টেস্টে হার-২১৮ রানে

দক্ষিণ আফ্রিকায় ভারত-প্রথম ওয়ানডেতে হার- ১৩৪ রানে, দ্বিতীয় ওয়ানডেতে হার-১৪১ রানে
-------------------------------------------------

দুটো আলাদা দেশ। ক্রিকেটের আলাদা দুটো ফরম্যাটে এরা সেরা। ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা ভারত। আর বেশ কয়েক বছর টেস্টে ধারাবাহিকতার বিচারে সেরা ইংল্যান্ড। কিন্তু দুটো দেশই ক্রিকেট বিশ্বে কেমন যেন মিলে গেল। একেবারে সেরার তকমা নিয়ে খেলতে নেমে ধুলোয় মিশে গেল সম্মান। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ মহেন্দ্র সিং ধোনির দলের যা হাল, ঠিক একই হাল অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের।

দক্ষিণ আফ্রিকায় ডিভিলিয়ার্সদের বিরুদ্ধে ভারত যেমন ০-২ সিরিজে পিছিয়ে, ঠিক তেমনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ইংল্যান্ড পিছিয়ে ২-২। অবশ্য ধোনিরা ওয়ানডে সিরিজ হেরে বসে আছেন, পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজে কুকরা এখন অঙ্কের বিচারে হারেননি।

কিন্তু সোমবার অ্যাডিলেড ওভালে যেভাবে কুক-বাহিনীকে ২১৮ রানে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া তাতে ইংল্যান্ডের সিরিজে ফিরে আসার সম্ভাবনা খুব কম। তার ওপর আবার তৃতীয় টেস্ট পারথে। ১৩ ডিসেম্বর থেকে ওই টেস্টের আগে মিচেল জনসন একেবারে স্বপ্নের ফর্মে। এদিন সকালেই এক ঘণ্টার মধ্যে ইংল্যান্ডের বাকি চারটি উইকেট তুলে নেন সিডল-হ্যারিসরা৷ স্কোরবোর্ডে মাত্র ৬৫ রান যোগ হতে না হতেই গুঁড়িয়ে যায় ইংল্যান্ডের ইনিংস৷ ৩১২ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড৷

ভারতের অবস্থাও ইংল্যান্ডেরই মত। কুক, পিটারসেনরা যেমন জনসন, সিডলদের বল সর্ষেফুল দেখছেন, শিখর ধাওয়ান-বিরাট কোহলিরা সেখানে স্টেইন-সতসোবদের বলকে গোলাবারুদ ভেবে ভুল করছেন। গতকাল দ্বিতীয় ওয়ানডে-তে ভারতের ব্যাটসম্যানদের দেখে মনে হল এই দলটা বিশ্বচ্যাম্পিয়ন নয়, সবে ওয়ানডে ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে। জেফ্রি বয়কট ইংল্যান্ড ব্যাটসম্যানদের নিয়েও একই কথা শোনালেন।

সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে দুই প্রান্ত সাক্ষী থাকছে একটা ঘটনার। একদিকে অসি হুঙ্কার, আর অন্যদিকে আফ্রিকান আওয়াজের চোটে দুই সেরা দেশ কুপোকাত্‍। ডারবান থেকে ডনের ডেরায় একেবারে দুগ্ধপোষ্য বনে গেছে ক্রিকেটের দুই বাঘা দেশ।

.