ট্রাফিক আইন ভাঙায় ধোনিকে জরিমানা

Updated By: Apr 8, 2015, 01:43 PM IST
ট্রাফিক আইন ভাঙায় ধোনিকে জরিমানা

 

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের পর দেশ ফিরে রাঁচির রাস্তায় বাইক চালাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এমন ছবি দেশের প্রায় সব সংবাদপত্র-ওয়েবসাইটে প্রকাশিত হয়। কিন্তু শেষ অবধি সেই ছবিতেই ধরা পড়ল ধোনির ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। আর সেই আইন ভাঙার দায়ে ৫০০ টাকা জরিমানাও দিতে হল তাঁকে।

'ভিনটেজ বুলেট বিএসএ গোল্ডস্টার ডিবিডি৩৪' মডেলের বাইক চালিয়ে রাঁচির রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভারত অধিনায়ক। কিন্তু মোটর ভেহিক্লস অ্যাক্ট মেনে সেই বাইকে ঠিকমত লেখা ছিল না বাইকের নম্বর। আর তাই এই অ্যাক্ট ১২২/১৭৯ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয় ধোনিকে। ধোনির বাড়িতে জরিমানার চালান পাঠিয়ে দেওয়া হয়। মাহির বাড়ির লোকেরা জরিমানার সেই টাকা দিয়েও দেন।

মোটর ভেহিক্লস অ্যাক্ট অনুযায়ী গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এমনভাবে লিখতে হয় যা অনুভূমিক বা horizontally থাকে। যাতে কারোর সেই নম্বর দেখতে অসুবিধা না হয়। ধোনির বাইকে নম্বর প্লেট horizontally-ভাবে লেখা ছিল না। এতেই বিধিভঙ্গ হয়। ধোনির বাইকের ছবি কাগজে দেখে টনক নড়ে রাঁচি ট্রাফিক পুলিসের।  

.