চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে ধোনিরা
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে পার্থ স্কোচার্সের বিরুদ্ধে লাহোর লায়ন্সের হারের ফলে সেমিফাইনালে উঠে গেল চেন্নাই সুপার কিংস। গান্ধী জয়ন্তীতে সেমিফাইনালে এবার ধোনি-রায়নারা খেলবেন সেওয়াগ-মিলার-ম্যাক্সওয়েলদের কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে।
ওয়েব ডেস্ক: মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে পার্থ স্কোচার্সের বিরুদ্ধে লাহোর লায়ন্সের হারের ফলে সেমিফাইনালে উঠে গেল চেন্নাই সুপার কিংস। গান্ধী জয়ন্তীতে সেমিফাইনালে এবার ধোনি-রায়নারা খেলবেন সেওয়াগ-মিলার-ম্যাক্সওয়েলদের কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে।
আইপিএল থেকে যে তিনটি দল এবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল তারা সকলেই সেমিফাইনালে উঠল। সেমিফাইনালে খেলা অপর দলটি হল হোবার্ট হ্যারিকেন্স। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এই দলের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স।
আজ, লাহোর লায়ন্স পার্থের দলকে হারিয়ে দিলে বিদায় নিতে পারত ধোনির দল। কিন্তু প্রথমে ব্যাট করে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে গিয়ে সব আশা ওখানেই শেষ করে ফেলে লাহোরের দলটি।
সেমিফাইনাল লাইন আপ-
প্রথম সেমিফাইনাল- ২ অক্টোবর-কেকেআর বনাম হোবার্ট হ্যারিকেন্স (বিকাল ৪টা)
দ্বিতীয় সেমিফাইনাল-২ অক্টোবর-কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস।