মাহিকে ভুল জমি দিয়েছে ঝাড়খন্ড সরকার, সরকারি নোটিশ এল ধোনির বাড়িতে
শিরোনামে মহেন্দ্র সিং ধোনি। তবে মাঠের বাইরের ঘটনায় শিরোনামে উঠে এসেছে ভারত অধিনায়কের নাম। ঝাড়খন্ড আবাসন পর্ষদের পক্ষ থেকে নোটিস পেয়েছেন ধোনি। পর্ষদের মতে তাঁকে ভুল জমি দেওয়া হয়েছে। ঝাড়খন্ড সরকারের পক্ষ থেকে হারমু হাউসিং কলোনিতে জমি দেওয়া হয়েছিল ধোনিকে। তারপর সেই জমির পাশে আরেকটি জমি দেওয়া হয় মাহিকে। মনে করা হচ্ছে ভুল প্রক্রিয়ায় এই জমি দেওয়া হয়েছে ঝাড়খন্ড আবাসন পর্ষদের পক্ষ থেকে। তাই নোটিস পাঠানো হয়েছে ধোনিকে। অবশ্য এব্যাপারে মুখে খুলতে রাজি নন পর্ষদ কর্তারা।
ওয়েব ডেস্ক: শিরোনামে মহেন্দ্র সিং ধোনি। তবে মাঠের বাইরের ঘটনায় শিরোনামে উঠে এসেছে ভারত অধিনায়কের নাম। ঝাড়খন্ড আবাসন পর্ষদের পক্ষ থেকে নোটিস পেয়েছেন ধোনি। পর্ষদের মতে তাঁকে ভুল জমি দেওয়া হয়েছে। ঝাড়খন্ড সরকারের পক্ষ থেকে হারমু হাউসিং কলোনিতে জমি দেওয়া হয়েছিল ধোনিকে। তারপর সেই জমির পাশে আরেকটি জমি দেওয়া হয় মাহিকে। মনে করা হচ্ছে ভুল প্রক্রিয়ায় এই জমি দেওয়া হয়েছে ঝাড়খন্ড আবাসন পর্ষদের পক্ষ থেকে। তাই নোটিস পাঠানো হয়েছে ধোনিকে। অবশ্য এব্যাপারে মুখে খুলতে রাজি নন পর্ষদ কর্তারা।
এর আগেও একটি বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল মাহিকে ঘিরে।