ম্যাচ বন্ধ করে খরা সমস্যার সমাধান সম্ভব নয়, বললেন ধোনি
মহারাষ্ট্রে খরার জন্য আইপিএল ম্যাচ নিয়ে সঙ্কট চলছেই। মহারাষ্ট্র থেকে আইপিএল ম্যাচ সরানোর ব্যাপারটা আদালতে বিচারাধীন। আদালতের রায়ের পর প্রথম ম্যাচের আয়োজন হলেও আগামীদিনে মহারাষ্ট্রে ম্যাচ হবে কি না সেই নিয়ে জল্পনা চলছেই। তবে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করেন শুধুমাত্র ম্যাচ বন্ধ করে খরা সমস্যার সমাধান সম্ভব নয়। প্রথম ম্যাচ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চিয়তা। যদিও শেষ পর্যন্ত ম্যাচ হয়। এবং সেই ম্যাচে জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল পুনেই। এরপরই ধোনি, খরা সম্বন্ধে এই কথা বলেন। প্রসঙ্গত, এবারের আইপিএলে কুড়িটি ম্যাচ হবে মহারাষ্ট্রে। ফাইনালও রয়েছে মুম্বইতে।
Updated By: Apr 10, 2016, 08:01 PM IST
