ত্রিদেশীয় সিরিজে আম্পায়ারিং বিতর্ক

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তৃতীয় আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ডের ভুলের জন্য ক্ষোভ দেখালেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Updated By: Feb 19, 2012, 06:16 PM IST

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তৃতীয় আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ডের ভুলের জন্য ক্ষোভ দেখালেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
অস্ট্রেলিয়ার ইনিংসে ২৯ তম ওভারে সুরেশ রায়নার বলে মাইক হাসির বিরুদ্ধে স্ট্যাম্পের আবেদন করেন ধোনি। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় হাসি আউট ছিলেন না। কিন্তু সবাইকে অবাক করে তৃতীয় আম্পায়ার হাসিকে আউট দিয়ে দেন। যখন হাসি প্যাভিলিয়ানে ফিরে আসছেন, তখন তাঁকে ডেকে দেন মাঠের আম্পায়ার বিলি বাউডেন।
পরে জানা যায় তৃতীয় আম্পায়ার ভুল করে হাসিকে আউট দিয়ে দিয়েছেন। তারপরই বিলি বাউডেনের কাছে ক্ষোভে ফেটে পড়েন ভারত অধিনায়ক ধোনি। মাঠের মধ্যেই উত্তপ্ত কথা বিনিময় হয় বাউডেন আর ধোনির মধ্যে।

.