ধোনির ব্যাটে টাকার ছক্কা, মাহির `গদা` পেতে চলেছে আট কোটি টাকার স্পন্সরশিপ

মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে এল নতুন ওভার বাউন্ডারি। না না, এই ওভার বাউন্ডারিতে অবশ্য ধোনির স্কোরবোর্ডের সঙ্গে ছ রান যোগ হল না, তবে ব্যাঙ্ক ব্যালেন্সে যোগ হবে মোটা অর্থ। সূত্রের খবর, মাহির ব্যাটে বিজ্ঞাপন দেওয়ার জন্য ৮ কোটি টাকা দিতে রাজি হয়েছে তিনটি সংস্থা। এ বার যে সংস্থা আট কোটি টাকার চেয়ে বেশি টাকা দেবে তারাই মাহির `অস্ত্রে`নিজেদের কোম্পানির প্রচার চালাতে পারবে। বিপণন বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি সম্পূর্ণ হলে ভারতীয় খেলাধুলোর বাজারে একটা ইতিহাস হবে।

Updated By: Oct 7, 2013, 11:18 AM IST

মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে এল নতুন ওভার বাউন্ডারি। না না, এই ওভার বাউন্ডারিতে অবশ্য ধোনির স্কোরবোর্ডের সঙ্গে ছ রান যোগ হল না, তবে ব্যাঙ্ক ব্যালেন্সে যোগ হবে মোটা অর্থ। সূত্রের খবর, মাহির ব্যাটে বিজ্ঞাপন দেওয়ার জন্য ৮ কোটি টাকা দিতে রাজি হয়েছে তিনটি সংস্থা। এ বার যে সংস্থা আট কোটি টাকার চেয়ে বেশি টাকা দেবে তারাই মাহির `অস্ত্রে`নিজেদের কোম্পানির প্রচার চালাতে পারবে। বিপণন বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি সম্পূর্ণ হলে ভারতীয় খেলাধুলোর বাজারে একটা ইতিহাস হবে।
এমনিতে ক্রিকেট বিশ্বে তারকা ক্রিকেটারদের ব্যাটে স্পন্সরশিপ হিসাবে এক থেকে দেড় কোটি টাকা দেয় সংস্থারা। কিন্তু মাহির ব্যাট যেভাবে কথা বলছে, হেলিকপ্টারের মত উড়ছে তাতে অনেক সংস্থাই একেবারে লাফিয়ে পড়েছিবল। কিন্তু তা বলে মাহির ব্যাটে এত টাকার স্পন্সরশিপ উঠেব তা ভাবা যায়নি। ধোনি এখন ২৩ টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন।

ব্যাটে স্পনসরশিপে প্রথম আলোড়ন তোলেন সচিন তেন্ডুলকর।

Tags:
.