চুরির দায়ে মেয়েকে জেলে পাঠাতে চান মারাদোনা
বিপুল টাকা সরিয়েছে মেয়ে গিয়ানিন, অভিযোগ ফুটবল কিংবদন্তির
নিজস্ব প্রতিবেদন: মেয়েকে জেলে পাঠাতে চান ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
মারাদোনার অভিযোগ, ২০০০-২০০৫ সালের মধ্যে তাঁর প্রাক্তন স্ত্রী ক্লদিয়া ভিলফানে ও দুই মেয়ে দালমা ও গিয়ানিনা তাঁর অ্যাকাউন্ট থেকে ৩.৪ মিলিয়ন পাউন্ড ডলার উধাও করে দিয়েছেন। ওই টাকা তাঁরা উরুগুয়ের একটি ব্যাঙ্কে ট্রান্সফার করেছেন। পরে সেই টাকা দিয়ে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পত্তি কিনেছেন বলেও দাবি ফুটবল কিংবদন্তির।
স্পেনের সংবাদপত্র মারকা-কে মারাদোনার আইনজীবী জানিয়েছেন, ‘টাকা সরানো নিয়ে আইনি লড়াই চলাকালীন গিয়ানিনা কয়েক ঘণ্টার জন্য উরুগুয়ে চলে যান। এর কারণ কী? বেড়াতে যাওয়া নয় নিশ্চয়? উরুগুয়ের ব্যাঙ্কে গিয়াননার অ্যাকাউন্ট ছিল। সেই টাকা সেখান থেকে সরানো হয়েছে।’
উল্লেখ্য, ভিলফানের সঙ্গে মারাদোনার সম্পর্ক ছিল ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত। এবার সেই ভিলফানের বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ এনেছেন দিয়েগো। তাঁর দাবি, ভিনফানের মাথা থেকেই টাকা সরানোর মতলব এসেছিল।