ঋদ্ধির চোটে শিকে ছিঁড়তে পারে কার্তিকের

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে পারেন রিজার্ভ বেঞ্চে থাকা দীনেশ কার্তিক।

Updated By: Jul 16, 2018, 05:42 PM IST
ঋদ্ধির চোটে শিকে ছিঁড়তে পারে কার্তিকের

নিজস্ব প্রতিবেদন: এখনও পুরোপুরিভাবে সেরে ওঠেননি ভারতের এক নম্বর উইকেট কিপার। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে পারেন রিজার্ভ বেঞ্চে থাকা দীনেশ কার্তিক।

আইপিএল খেলার সময় হাতের তালুতে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। যার ফলে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টেও খেলতে পারেননি তিনি। ঋদ্ধির সেই চোট নাকি এখনও সারেনি। তাই ঋদ্ধিমান সাহার পরিবর্ত হিসেবে টেস্ট সিরিজে দীনেশ কার্তিককে সামিল করার কথা ভাবছে ভারতীয় ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে দীনেশ প্রথম একাদশে থাকলে ব্যাক-আপ হিসেবে দলে আসতে পারেন গুজরাটের তারকা ক্রিকেটার পার্থিব প্যাটেলও।

আরও পড়ুন- ধোনিকে টিটকিরি, ঢাল হয়ে দাঁড়ালেন কোহলি

উল্লেখ্য, দক্ষিণের উইকেট কিপার দীনেশ এখন ভারতীয় দলের সঙ্গেই আছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি-সহ একদিনের স্কোয়াডে রয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত একটি ম্যাচেও নামতে পারেনি এশিয়া কাপ ফাইনালের নায়ক। ক্রিকেট বিশ্লেষকদের একাংশ মনে করছে বিরাট হয়ত ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে তাঁকে দলে রাখতে পারেন। এদিকে দীনেশ দলে সুযোগ না পাওয়ায় সঞ্জয় মঞ্জেরেকরের মতো প্রাক্তন ক্রিকেটার তো রীতিমত ক্ষুব্ধ। ধারাভাষ্যের সময় প্রায়ই তাকে বলতে শোনা যাচ্ছে ইনফর্ম দীনেশ কেন দলে নেই, সেটা বুঝে উঠতে পারছেন না তিনি।

আরও পড়ুন- বিশ্ব ক্রিকেটের এই ১২ জন ১০ হাজার রানের মালিক, জেনে নিন তাঁদের

প্রসঙ্গত, একদিনের সিরিজ শেষ হওয়ার সপ্তাহ দুইয়ের মাথায় শুরু হবে টেস্ট সিরিজ। ১ অগাস্ট পাঁচ টেস্টের প্রথমটি খেলতে নামবেন বিরাটরা। এই সময়ের মধ্যে ঋদ্ধির পুরোপুরি ফিট হওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে ভারতীয় ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্রথম টেস্টে দীনেশের খেলা নিশ্চিত বলেই ধরা হচ্ছে।       

এক নজরে দীনেশ কার্তিকের টেস্ট কেরিয়ার-  

২০০৪ সালে টেস্ট অভিষেক হলেও কার্তিকের টেস্ট অভিজ্ঞতা তেমন নেই বললেই চলে। দেড় দশকের কাছাকাছি সময়ে এখনও পর্যন্ত ২৪টি টেস্টই খেলেছেন তিনি। রান ১০০৪। লাল বলের ক্রিকেটে একটি শতরান থাকলেও তাঁর গড় মাত্র ২৭.১৪।

.