টোকিও অলিম্পিকের পথ ক্রমশ কঠিন হচ্ছে জিমন্যাস্ট দীপা কর্মকারের!

জার্মানিতে চলা বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে নামতে পারেননি ত্রিপুরার জিমন্যাস্ট।

Updated By: Sep 17, 2019, 03:55 PM IST
টোকিও অলিম্পিকের পথ ক্রমশ কঠিন হচ্ছে জিমন্যাস্ট দীপা কর্মকারের!

নিজস্ব প্রতিবেদন: ডান পায়ের হাঁটুর চোট এখনও সেরে ওঠেনি তারকা জিমন্যাস্ট দীপা কর্মকারের। তার ফলেই জার্মানিতে চলা বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে নামতে পারেননি ত্রিপুরার জিমন্যাস্ট। দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী জানাচ্ছেন, তাঁর ছাত্রীর পুরো ফিট হয়ে উঠতে আরও দু মাস লেগে যাবে। আসলে দীপাকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চান না তাঁর কোচ।

 

চিকিত্সকরা সবুজ সংকেত দেওয়ার পরেই দীপাকে অনুশীলনে নামাতে চান বিশ্বেশ্বর নন্দী। সেক্ষেত্রে টোকিও অলিম্পিকের পথ ক্রমশ কঠিন হচ্ছে জিমন্যাস্ট দীপা কর্মকারের! তবুও অলিম্পিকে যাওয়ার জন্য একটা সুযোগ থাকছেই দীপার কাছে। তবে পথটা বেশ কঠিন। পরের তিনটি বিশ্বকাপেই সোনা জিততে হবে তারকা জিমন্যাস্টকে। যা প্রায় অসম্ভবের সমান।তবু আশা ছাড়ছেন না দীপা কর্মকার ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী।  

আরও পড়ুন - জাতীয় দলের মহিলা ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব!

.