এবার আই লিগেও সবুজ মেরুন জার্সিতে দীপেন্দু‌!

দীপেন্দু বিশ্বাসকে আই লিগের জন্য রেজিস্ট্রেশন করানোর ইঙ্গিত দিলেন মৃদুল ব্যানার্জি। ঘরোয়া লিগের ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে নজর কাড়েন বর্ষীয়ান এই স্ট্রাইকার। গোল না পেলেও, সতীর্থদের জন্য বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে দেন দীপেন্দু। বাঙালি এই স্ট্রাইকারের খেলায় খুশি কোচও।  

Updated By: Nov 2, 2012, 09:24 PM IST

দীপেন্দু বিশ্বাসকে আই লিগের জন্য রেজিস্ট্রেশন করানোর ইঙ্গিত দিলেন মৃদুল ব্যানার্জি। ঘরোয়া লিগের ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে নজর কাড়েন বর্ষীয়ান এই স্ট্রাইকার। গোল না পেলেও, সতীর্থদের জন্য বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে দেন দীপেন্দু। বাঙালি এই স্ট্রাইকারের খেলায় খুশি কোচও।
 
পরের আই লিগের ম্যাচে অবশ্য খেলার কোনও সম্ভাবনাই নেই দীপেন্দুর। টোলগের চোট। পরিবর্তিত পরিস্থিতিতে ওডাফার পাশে গত আই লিগে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোল করা সাবেথকে খেলানোর কথা ভাবছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।
খারাপ সময় কাটিয়ে ছন্দে ফিরছে মোহনবাগান। প্রথমে পুণেয় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে জয়। তারপর ঘরোয়া লিগে কালিঘাটকে বড় ব্যবধানে হারানো। জোড়া জয়ে স্বস্তির তাজা বাতাস নিয়ে এসেছে সবুজ বাগানে। জিতলে অনেক ত্রুটিই ঢাকা পড়ে যায়। তেমনই ঢাকা পড়ে যাচ্ছে ডিফেন্সিভ ত্রুটিগুলো। কোচ মৃদুল ব্যানার্জিও মানছেন সেকথা। তাঁর পরিষ্কার বক্তব্য সব কোচেরই সময় লাগে। ঘরোয়া লিগের ম্যাচে মনীশ ভার্গব,স্নেহাশিসের মত ফুটবলাররা উজ্জ্বীবিত পারফরম্যান্স করেছেন।যা পরের আই লিগের ম্যাচের জন্য প্রথম একাদশ বাছাইয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল মৃদুল ব্যানার্জিকে।

.