অলিম্পিকের স্পনসরশিপ থাকছে ডাউ কেমিক্যাল্স

অলিম্পিকের স্পনসরশিপ থেকে ডাউ কেমিক্যাল্সকে সরানো হচ্ছে না। বৃহস্পতিবার এই কথা আবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় ইউনিয়ান কার্বাইডে ডাউয়ের অংশীদারিত্ব ছিল না।

Updated By: Mar 8, 2012, 04:41 PM IST

অলিম্পিকের স্পনসরশিপ থেকে ডাউ কেমিক্যাল্সকে সরানো হচ্ছে না। বৃহস্পতিবার এই কথা আবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় ইউনিয়ান কার্বাইডে ডাউয়ের অংশীদারিত্ব ছিল না। তাই ডাউকে স্পনসরশিপ থেকে সরানো হচ্ছে না বলে ভারতীয় ক্রীড়ামন্ত্রককে চিঠি দিয়ে জানিয়েছে আইওসি। আইওএ-র পর এই ব্যাপারে হস্তক্ষেপ করে ভারতীয় ক্রীড়ামন্ত্রক আইওসিকে ডাউকে স্পনসরশিপ থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারতের দিকে বল ঠেলে দিয়েছে আইওসি। সম্প্রতি ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন জানিয়েছিলেন ডাউকে স্পনসর হিসাবে রেখে দিলে অলিম্পিক বয়কট করবে ভারত। তবে এই ব্যাপারে অ্যাথলিটদের সঙ্গে আলোচনা করে সরকার চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিলেন মাকেন।
 

.