ডার্বি হল না, ক্ষততে প্রোলেপ দিতে কল্যাণী চায় ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ

তখন সকাল ১০ টা। ডার্বি জ্বরে আক্রান্ত কল্যাণীর থার্মোমিটারের পারদ ক্রমশই চড়ছে। গত এক সপ্তাহ ধরে ডার্বি হওয়া নিয়ে নাটকের মধ্যেও আশায় বুক বেঁধেছিলেন কল্যাণীর মানুষ। কিন্তু ডার্বি হল না। আশাহত হলেন দুই প্রধানের অসংখ্য সমর্থক। ক্ষতির মুখে পড়ল কল্যাণী স্টেডিয়াম কর্তৃপক্ষ। ভবিষ্যতে এই ধরণের ম্যাচ আয়োজন করার আগে ভাবনাচিন্তা করবে বলে জানাচ্ছে কল্যাণী স্টেডিয়াম কমিটি।

Updated By: Sep 8, 2016, 09:32 AM IST
ডার্বি হল না, ক্ষততে প্রোলেপ দিতে কল্যাণী চায় ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ

ওয়েব ডেস্ক: তখন সকাল ১০ টা। ডার্বি জ্বরে আক্রান্ত কল্যাণীর থার্মোমিটারের পারদ ক্রমশই চড়ছে। গত এক সপ্তাহ ধরে ডার্বি হওয়া নিয়ে নাটকের মধ্যেও আশায় বুক বেঁধেছিলেন কল্যাণীর মানুষ। কিন্তু ডার্বি হল না। আশাহত হলেন দুই প্রধানের অসংখ্য সমর্থক। ক্ষতির মুখে পড়ল কল্যাণী স্টেডিয়াম কর্তৃপক্ষ। ভবিষ্যতে এই ধরণের ম্যাচ আয়োজন করার আগে ভাবনাচিন্তা করবে বলে জানাচ্ছে কল্যাণী স্টেডিয়াম কমিটি।

খবর এক নজরে- না খেলেই ডার্বি জয় ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ করে বড় ম্যাচ না করতে পারার যন্ত্রণায় প্রলেপ লাগাতে চায় কল্যাণী স্টেডিয়াম কমিটি।

.