চেনা ছন্দে ইস্টবেঙ্গল

আই লিগে পরপর দু ম্যাচে জয়। আবার চেনা ফর্মে ইস্টবেঙ্গল। কোচ ট্রেভর মরগ্যানও মনে করছেন, আগের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তারা। বুধবার কলকাতায় ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পুণে এফ সি।

Updated By: Nov 8, 2011, 04:25 PM IST

আই লিগে পরপর দু ম্যাচে জয়। আবার চেনা ফর্মে ইস্টবেঙ্গল। কোচ ট্রেভর মরগ্যানও মনে করছেন, আগের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তারা। বুধবার কলকাতায় ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পুণে এফ সি। তারপরই আই লিগের বড়ম্যাচ। যদিও মরসুমের প্রথম ডার্বি নিয়ে ভাবতে নারাজ লাল-হলুদ শিবির। পরপর দু ম্যাচে জয় এলেও,ট্রেভর মনে করছেন বুধবার জিততে,তাদের সেরাটা উজাড় করে দিতে হবে।

.