East Bengal Club: শেখ রাসেলের আমন্ত্রণে বাংলাদেশে যাচ্ছে ইস্টবেঙ্গল

আগামী মরশুমে ইস্টবেঙ্গলে (East Bengal Club) যে নতুন বিনিয়োগ আসতে চলেছে, সেই অনুমান এবার আরও একটু জোরাল হল।

Updated By: Mar 11, 2022, 08:24 PM IST
East Bengal Club: শেখ রাসেলের আমন্ত্রণে বাংলাদেশে যাচ্ছে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল যাচ্ছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশা মতোই বাংলাদেশে যাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal going to Bangladesh)। শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের (Sheikh Russel KC) আমন্ত্রণে পদ্মাপারে যাচ্ছে লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিনিধিরা। শুক্রবার জানিয়ে দিল ইস্টবেঙ্গল।

প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, "বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি। আমরা ওই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৩ই মার্চ ২০২২ তারিখে বাংলাদেশে যাওয়ার।" গত ২৪ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে সস্ত্রীক সংবর্ধনা জানিয়েছিল। এরপর থেকেই মোটামুটি অনুমান করা হয় যে, আগামী মরশুমে হয়তো পদ্মাপারের বিনিয়োগেই লাল-হলুদ মশাল জ্বলবে! এবার শেখ রাসেল ক্রীড়াচক্রের আমন্ত্রণে ইস্টবেঙ্গলের বাংলাদেশে যাওয়া সেই অনুমানকেই আরও জোরাল করছে।

আগামী মরশুমে ইস্টবেঙ্গল বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গেই আইএসএল খেলবে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। তবে ইস্টবেঙ্গল যে, কলকাতা লিগ (CFL), ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএফএ শিল্ড (IFA Sheild) খেলবে তা একপ্রকার নিশ্চিত। এমনকী আইএসএলের শেষ দুই ম্য়াচ আগে নেপালের তরুণ ডিফেন্ডার অনন্ত তামাংকে সই করিয়েছে লাল-হলুদ ক্লাব। শ্রী সিমেন্টের এমডি হরিমোহন বাঙুর (Hari Mohan Bangur) যদিও জানিয়েছেন যে, তাঁরা ইস্টবেঙ্গলের সঙ্গেই থাকতে চায়। তবে কয়েকটি ফ্যাক্টরও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। এটাই বলা যায় যে, ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইস্যুতে জল্পনা শেষ হওয়া শুধু সময়ের অপেক্ষা।
 
চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-2022) এসসি ইস্টবেঙ্গল ( SC East Bengal) ফের একবার লজ্জাজনক পারফরম্যান্স দিয়েছে। ২০ ম্যাচে (১টি জয়, ৮টি ড্র ও ১১টি হার) ১১ পয়েন্ট নিয়ে লিগের 'লাস্টবয়' হয়েছে লাল-হলুদ ব্রিগেড। ১১ দলের লড়াইয়ে সবার শেষে তাদের অবস্থান। এবার দেখার ইস্টবেঙ্গল আগামী মরশুমে নতুন করে শুরু করতে পারে কিনা!

আরও পড়ুন: IPL 2022, KKR: আইপিএলের জন্য জার্সির রঙে চুল রাঙালেন ৮ কোটির নাইট

আরও পড়ুনReal Madrid Vs PSG, Nasser Al-Khelaifi: পিএসজি প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে উয়েফা!

.