করোনা আতঙ্কের মধ্যেই দলবদলের বাজার সরগরম রেখেছে ইস্টবেঙ্গল

নতুন মরশুমে ভালো দল করতে মরিয়া ইস্টবেঙ্গল রিক্রুটাররা। সেই লক্ষ্যে তাদের তিন পুরনো ফুটবলারকে দলে ফেরাতে মরিয়া লাল-হলুদ।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Apr 9, 2020, 06:37 PM IST
করোনা আতঙ্কের মধ্যেই দলবদলের বাজার সরগরম রেখেছে ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিবেদন: ক্লাবের শতবর্ষে সাফল্য পায়নি ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ায় জ্বালা আরও বেড়েছে লাল-হলুদের। এই অবস্থায় নতুন মরশুমে ভালো দল করতে মরিয়া ইস্টবেঙ্গল রিক্রুটাররা। সেই লক্ষ্যে তাদের তিন পুরনো ফুটবলারকে দলে ফেরাতে মরিয়া লাল-হলুদ।

আলেসান্দ্রোর সময় দুরন্ত ফুটবল খেলেছিলেন জবি জাস্টিন। কিন্তু তারপরই ইস্টবেঙ্গল ছেড়ে এটিকে-তে যোগ দেন কেরলের এই স্ট্রাইকার। তবে আইএসএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে সেভাবে সুযোগ পাননি জবি। তরুণ স্ট্রাইকারকে ফেরাতে চায় ইস্টবেঙ্গল।

লাল হলুদ রিক্রুটারদের লিস্টে রয়েছেন আইজলের আই লিগ জয়ী দলের দুই সদস্য- চুলোভা আর ডানমাভিয়া রালতে। গত মরশুমে এই দুই ফুটবলার লাল-হলুদ ছেড়েছিলেন। চুলোভা যোগ দেন মোহনবাগানে আর রালতে গিয়েছিলেন হায়দ্রাবাদ এফসি-তে। কিন্তু দু'জনই সেভাবে সুযোগ পাননি। নিজেদের দুই প্রাক্তনীকে  ফেরাতে তাই মরিয়া ইস্টবেঙ্গল।

আরও পড়ুন - ভারতে টেস্ট সিরিজ জিততে মরিয়া স্মিথ

.