এবার সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিল East Bengal

নিজস্ব প্রতিবেদন: এবার সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিল ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবারে রাতে টুইট করে লাল-হলুদ ক্লাব সভ্য-সমর্থকদের সেই বার্তা দিল। 

ইস্টবেঙ্গল লেখে, "সোশ্যাল মিডিয়ায় আপাতত যাবতীয় কার্যকলাপ বন্ধ রাখা হল পরবর্তী নির্দেশকা না আসা পর্যন্ত। ভালবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।"

 

অন্যদিকে ইস্টবেঙ্গল এবং বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (Shree Cement) মধ্যে চুক্তি জটিলতা অব্যাহত। অধরা সমাধান সূত্র। এদিন লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা এদিন সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন। বৈঠকের পর ইস্টবেঙ্গল জানিয়ে দেয় যে,  শ্রী সিমেন্টের পাঠানো চূডা়ন্ত চুক্তিপত্রে ক্লাব সই করবে না। এমনকী এও জানানো হয়েছে যে, যদি তাঁদের ওপর সই করার বিষয়ে চাপ দেওয়া হয়, তাহলে পুরো কমিটি পদত্যাগ করবে।

English Title: 
East Bengal suspends social media activities for a time being East Bengal, Shree Cement,
News Source: 
Home Title: 

এবার সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিল East Bengal

এবার সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিল East Bengal
Yes
Is Blog?: 
No
Section: