ঘরের মাঠে জয়ী ইস্টবেঙ্গল

আই লিগে ঘরের মাঠে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। সুপার সানডেতে লাজং এফ সি-কে দুই-শূন্য গোলে হারিয়ে দিলেন টোলগেরা। এদিন প্রথম একাদশে পরিবর্তন এনেছিলেন ইস্টবেঙ্গল কোচ। গওয়ের পরিবর্তে প্রথম একাদশে শুরু করেন ওরজি পেন।

Updated By: Nov 6, 2011, 11:49 PM IST

আই লিগে ঘরের মাঠে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। সুপার সানডেতে লাজং এফ সি-কে দুই-শূন্য গোলে হারিয়ে দিলেন টোলগেরা। এদিন প্রথম একাদশে পরিবর্তন এনেছিলেন ইস্টবেঙ্গল কোচ। গওয়ের পরিবর্তে প্রথম একাদশে শুরু করেন ওরজি পেন। যদিও গতি দিয়ে অ্যাওযে ম্যাচে ইস্টবেঙ্গল ডিফেন্সকে চাপে রেখেছিলেন লাজং ফুটবলাররা। কিন্তু রালতে লালকার্ড দেখে বেরিয়ে যেতেই ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। কিছুক্ষণের মধ্যেই দুরপাল্লার শটে দুরন্ত গোল করেন সঞ্জু প্রধান। পরপর দু ম্যাচে গোল পেলেন লাল-হলুদ মিডফিল্ড়ার। দ্বিতীয়ার্ধেও দুরন্ত ফুটবল খেলে ইস্টবেঙ্গল। টোলগে-রবিনরা সুযোগ নষ্ট করায় গোলসংখ্যা বাড়েনি। খেলার একেবারে শেষ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ওপারা। পুণেয় মুম্বই এফ সি-কে হারাবার পর কলকাতায় লাজংকে হারিয়ে দ্রুত ছন্দে ফিরছে ইস্টবেঙ্গল। চার ম্যাচ পর লাল-হলুদের পয়েন্ট দাঁড়াল সাত। 

.