রেকর্ড গড়লেন ধোনি

উইকেটরক্ষক হিসাবে নজির গড়লেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে দুশো শিকারের অধিকারী হলেন তিনি। কোটলা টেস্টের প্রথম দিনে মার্লন স্যামুয়েলসের ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই এই অনন্য নজির গড়ে ফেলেন ভারত অধিনায়ক।

Updated By: Nov 6, 2011, 06:41 PM IST

উইকেটরক্ষক হিসাবে নজির গড়লেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে দুশো শিকারের অধিকারী হলেন তিনি। কোটলা টেস্টের প্রথম দিনে মার্লন স্যামুয়েলসের ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই এই অনন্য নজির গড়ে ফেলেন ভারত অধিনায়ক। এর আগে প্রজ্ঞান ওঝার বলে বার্থওয়েটকে স্ট্যাম্প করে কিরমানির রেকর্ড ভাঙেন ধোনি। অষ্টআশিটি টেস্টে একশো আটানব্বইটি শিকারের অধিকারী ছিলেন সৈয়দ কিরমানি। সেখানে মাত্র বাষট্টিটি টেস্ট খেলেই কিরমানির রেকর্ড ভাঙলেন মহেন্দ্র সিং ধোনি।
তাঁরা দুজন ছাড়া কিরন মোরে এবং নয়ন মোঙ্গিয়ার একশোর বেশি শিকার রয়েছে।

.