শনিবার এয়ার ইন্ডিয়ার মুখোমুখি ইস্টবেঙ্গল
শনিবার আই লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। পুণেতে মরগ্যানের দলের প্রতিপক্ষ এয়ার ইন্ডিয়া। পরপর ২ বছর দেশের সেরা টুর্নামেন্টে রানার্স হওয়ার হাতছানি লাল-হলুদ শিবিরের সামনে। অ্যাওয়ে ম্যাচে সন্তোষ কাশ্যপের এয়ার ইন্ডিয়াকে যথেষ্ট সমীহ করছে ইস্টবেঙ্গল।
শনিবার আই লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। পুণেতে মরগ্যানের দলের প্রতিপক্ষ এয়ার ইন্ডিয়া। পরপর ২ বছর দেশের সেরা টুর্নামেন্টে রানার্স হওয়ার হাতছানি লাল-হলুদ শিবিরের সামনে। অ্যাওয়ে ম্যাচে সন্তোষ কাশ্যপের এয়ার ইন্ডিয়াকে যথেষ্ট সমীহ করছে ইস্টবেঙ্গল। মরগ্যানের মতে, গত ১৮ মাসে প্রচুর উন্নতি করেছে মুম্বইয়ের বিমান দলটি।
চোটের জন্য পুণে যাননি সৌমিক দে আর ওরজি পেন।এদের জায়গায় সম্ভবত খেলবেন রবার্ট আর সুবোধ কুমার।