অ্যারোজ ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল
ডেম্পোর বিরুদ্ধে দুরন্ত জয়ের পরের ম্যাচেই পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। বিদেশিহীন পৈলান অ্যারোজের বিরুদ্ধে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল ট্রেভর মরগ্যানের দল। ফলে লিগ তালিকার উপরের দিকে উঠে আসার সুযোগ হাতছাড়া হল টোলগেদের।
ডেম্পোর বিরুদ্ধে দুরন্ত জয়ের পরের ম্যাচেই পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। বিদেশিহীন পৈলান অ্যারোজের বিরুদ্ধে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল ট্রেভর মরগ্যানের দল। ফলে লিগ তালিকার উপরের দিকে উঠে আসার সুযোগ হাতছাড়া হল টোলগেদের।
গোড়ালির চোট থাকলেও,প্রথম একাদশে টোলগেকে রেখে চমক দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। খেলার শুরু থেকেই আধিপত্য ছিল লাল-হলুদ ফুটবলারদের। কিন্তু অ্যারোজ ডিফেন্সের কাছে বারবার আটকে যাচ্ছিলেন পেন, টোলগেরা। দ্বিতীয়ার্ধে বলজিতকে নামিয়ে আক্রমনে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। কিন্তু সুখবিন্দারের স্ট্র্যাটেজিতে গোলমুখ খুলতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা। বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান অ্যারোজ গোলকিপার নবীন কুমার। খেলার একেবারে শেষ মিনিটে ইস্টবেঙ্গলের পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। মাথা গরম করে হলুদ কার্ড দেখেন মেহেতাব। ফলে পরের ম্যাচে খেলতে পারবেন না লাল-হলুদের এই মিডফিল্ডার।
অ্যারোজের সঙ্গে ড্রয়ের ফলে মোহনবাগানের মতই ইস্টবেঙ্গলেরও দশ ম্যাচে পয়েন্ট হল কুড়ি।