জিতল ইস্টবেঙ্গল

আই লিগ জয়ের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল। যুবভারতীতে রুদ্ধশ্বাস জয় পেল ট্রেভর মরগ্যানের দল। চার-তিন গোলে জিতলেন টোলগেরা। খেলার প্রথম কুড়ি মিনিটে দেখে বোঝার উপায় ছিল না লিগ তালিকার নীচের দিকে থাকা চিরাগ কেরালাকে হারাতে বেগ পেতে হবে ইস্টবেঙ্গলকে। পেন আর টোলগের গোলে প্রথমে এগিয়ে গেছিল লাল-হলুদ শিবির।

Updated By: Apr 16, 2012, 11:29 PM IST

আই লিগ জয়ের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল। যুবভারতীতে রুদ্ধশ্বাস জয় পেল ট্রেভর মরগ্যানের দল। চার-তিন গোলে জিতলেন টোলগেরা।
খেলার প্রথম কুড়ি মিনিটে দেখে বোঝার উপায় ছিল না লিগ তালিকার নীচের দিকে থাকা চিরাগ কেরালাকে হারাতে বেগ পেতে হবে ইস্টবেঙ্গলকে। পেন আর টোলগের গোলে প্রথমে এগিয়ে গেছিল লাল-হলুদ শিবির।
যদিও বিরতির আগেই কেরালার দলটিকে সমতায় ফেরান সানডে। সানডের সামনে বেশ অসহায় লাগছিল ওপারা-গুরবিন্দররের পোক্ত ডিফেন্সকে। বিরতির পর সবাইকে অবাক করে দিয়ে ম্যাচে প্রথম বারের জন্য চিরাগ কেরালাকে এগিয়ে দেন সানডে। পিছিয়ে পরার পর তেতে ওঠে লাল-হলুদ শিবির। ট্রেডমার্ক কর্ণার থেকে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান সেই টোলগে। আর রবিন সিংয়ের গোলে জয় নিশ্চিত করে লাল-হলুদ শিবির।
এই জয় ইস্টবেঙ্গলকে খেতাবি লড়াইয়ে রেখে দিল। তেইশ ম্যাচ পর ইস্টবেঙ্গলের পয়েন্ট হল ৪৪। লাল-হলুদের পরের ম্যাচ ডেম্পোর সঙ্গে। কুড়ি তারিখ মারগাঁওতেই সম্ভবত নির্ধারিত হয়ে যাবে এই বছরের আই লিগ চ্যাম্পিয়ন কে হবে।

.