ইডেনে ভারত-পাক ম্যাচে টিকিটে কর মকুব
ইডেনে ভারত-পাক ম্যাচে এক হাজার টাকা পর্যন্ত টিকিটে কর মকুব করল রাজ্য সরকার। এতে পনেরো লক্ষ টাকা রাজস্ব ঘাটতি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রথমে চেন্নাই ও ইডেন ম্যাচের জন্য পাঁচশো টিকিটের কথা বললেও পরে মাত্র পঁচিশটি টিকিট প্রয়োজন বলে জানিয়ে দিল পিসিবি। আর এতেই কিছুটা বিপাকে পড়েছে বিসিসিআই।
ইডেনে ভারত-পাক ম্যাচে এক হাজার টাকা পর্যন্ত টিকিটে কর মকুব করল রাজ্য সরকার। এতে পনেরো লক্ষ টাকা রাজস্ব ঘাটতি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রথমে চেন্নাই ও ইডেন ম্যাচের জন্য পাঁচশো টিকিটের কথা বললেও পরে মাত্র পঁচিশটি টিকিট প্রয়োজন বলে জানিয়ে দিল পিসিবি। আর এতেই কিছুটা বিপাকে পড়েছে বিসিসিআই।
বোর্ডের তরফ থেকে এই মেল পাওয়ার পর সমস্যায় সিএবি কর্তারাও। যদিও সিএবি কর্তারা মনে করছেন এখনও পর্যন্ত পঁচিশ জনের ভিসা নিশ্চিত হওয়ায় কম সংখ্যক টিকিট চেয়েছে পাকিস্তান বোর্ড। তাঁদের আশা পরে এই চাহিদা বাড়বে। এদিকে ভারত-পাক ম্যাচের পর আতসবাজির প্রদর্শনী করার পরিকল্পনা নিয়েছে সিএবি। কলকাতা পুলিসের সঙ্গে এব্যাপারে আজ বৈঠকও হয়।