আইপিল-৬ এর উদ্বোধন ইডেনে

২০১৩-র আইপিএলের দামামা বেজে গেল। এই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ অধ্যায়ের উদ্বোধন হবে ইডেন গার্ডেনসে। আগামী বছরের এপ্রিলের ৩ তারিখ ইডেনে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলতে নামবে দিল্লি ডেয়ার ডেভিলস।

Updated By: Dec 21, 2012, 03:12 PM IST

২০১৩-র আইপিএলের দামামা বেজে গেল। এই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ অধ্যায়ের উদ্বোধন হবে ইডেন গার্ডেনসে। আগামী বছরের এপ্রিলের ৩ তারিখ ইডেনে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলতে নামবে দিল্লি ডেয়ার ডেভিলস।
বহু বিতর্কের পর এবার আইপিএলে আর নেই ডেকান চার্জাস। তার বদলে এবারের হায়দরাবাদের নতুন দল 'সানরাইজার হায়দরাবাদ'। চলতি বছরের অক্টোবরে এই দলটি আইপিএল পরিবারের নতুন সদস্য হয়েছে।
এবারের আইপিএলের ধাঁচা গতবারের মতই। তবে বদল হয়েছে স্পনসরের। ডিএলএফের বদলে এবার আইপিএলের মূল স্পনসর পেপসি।
তবে এবারের আইপিএলে বোধ হয় ব্যাট হাতে আর মাঠে নামছেন না সৌরভ গাঙ্গুলি। তাই গতবারের মতো কলকাতা আইপিএল নিয়ে দ্বিধাবিভক্ত থাকছে না। গতবারের তুলনায় অনেক বেশি জনসমর্থন নিয়ে ইডেনে খেলতে নামতে পারবে পশ্চিমবঙ্গের ব্রান্ড অ্যাম্বাসডারের দল কলকাতা নাইট রাইডার্স।

.