ফের লজ্জায় ইডেন, সামান্য বৃষ্টিতেই বাতিল ম্যাচ, সিরিজ প্রোটিয়াসদের পকেটে, প্রশ্নের মুখে সিএবি কর্তা সৌরভ

শেষ পর্যন্ত ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ টি-২০ ম্যাচ পরিতক্ত ঘোষিত হল। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে একটা বলও খেলা হয়নি। যার ফলে ২-০ ব্যবধানে ভারতকে হারিয়ে টি-২০ সিরিজ জিতল প্রোটিয়াসরা। বৃহস্পতিবার দুপুরে হালকা বৃষ্টির কারণে নির্ধারিত সময় খেলা শুরু করা সম্ভব হয়নি। এরপর বার দুয়েক মাঠ ও পিচ পরিদর্শন করেন আম্পায়াররা। পিচ শুকিয়ে গেলেও আউট ফিল্ড খেলার জন্য উপযুক্ত না থাকায় রাত সাড়ে নটায় ম্যাচ পরিতক্ত ঘোষণা করা হয়। ফের লজ্জায় ইডেন। সামান্য বৃষ্টিতেই পরিতক্ত হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। প্রশ্ন উঠে গেল সিএবির ব্যবস্থাপনা নিয়ে। ফের মুখ পুড়ল ইডেনের। দায়ী বৃষ্টি নাকি সিএবি কর্তাদের অপেশাদারিত্ব? সিএবির কুর্সিতে বসার আগেই চরম অস্বস্তির মুখে পড়তে হল সৌরভ গাঙ্গুলিকে। বৃহস্পতিবার ইডেনে টি-২০ ম্যাচের দিনই বৃষ্টির পূর্বাভাস ছিল। সারা দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে শহর ভাসিয়ে দেওয়ার মতো নয়। সেই বৃষ্টি বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটা নাগাদ। এরপরও সময় মতো ম্যাচ শুরু করা গেল না। বাইশ গজ নিয়ে সমস্যা না থাকলেও আউটফিল্ড ভিজে থাকায় খেলা পিছিয়ে গেল একাধিকবার। ক্রিকেটের নন্দনকাননের নিকাশির এই হাল দেখে অবাক মাঠে উপস্থিত প্রাক্তন ক্রিকেটরারাও। দুপুরের দিকে যখন বৃষ্টি হয়েছে তখন আউটফিল্ড ঢাকতে অকারণে সময় নেওয়া হয়েছে। এমন অভিযোগও উঠছে। সব মিলিয়ে আর্বিভাবেই অনেক প্রশ্নের মুখে সৌরভ গাঙ্গুলি। 

Updated By: Oct 8, 2015, 11:36 PM IST
ফের লজ্জায় ইডেন, সামান্য বৃষ্টিতেই বাতিল ম্যাচ, সিরিজ প্রোটিয়াসদের পকেটে, প্রশ্নের মুখে সিএবি কর্তা সৌরভ

ব্যুরো: শেষ পর্যন্ত ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ টি-২০ ম্যাচ পরিতক্ত ঘোষিত হল। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে একটা বলও খেলা হয়নি। যার ফলে ২-০ ব্যবধানে ভারতকে হারিয়ে টি-২০ সিরিজ জিতল প্রোটিয়াসরা। বৃহস্পতিবার দুপুরে হালকা বৃষ্টির কারণে নির্ধারিত সময় খেলা শুরু করা সম্ভব হয়নি। এরপর বার দুয়েক মাঠ ও পিচ পরিদর্শন করেন আম্পায়াররা। পিচ শুকিয়ে গেলেও আউট ফিল্ড খেলার জন্য উপযুক্ত না থাকায় রাত সাড়ে নটায় ম্যাচ পরিতক্ত ঘোষণা করা হয়। ফের লজ্জায় ইডেন। সামান্য বৃষ্টিতেই পরিতক্ত হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। প্রশ্ন উঠে গেল সিএবির ব্যবস্থাপনা নিয়ে। ফের মুখ পুড়ল ইডেনের। দায়ী বৃষ্টি নাকি সিএবি কর্তাদের অপেশাদারিত্ব? সিএবির কুর্সিতে বসার আগেই চরম অস্বস্তির মুখে পড়তে হল সৌরভ গাঙ্গুলিকে। বৃহস্পতিবার ইডেনে টি-২০ ম্যাচের দিনই বৃষ্টির পূর্বাভাস ছিল। সারা দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে শহর ভাসিয়ে দেওয়ার মতো নয়। সেই বৃষ্টি বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটা নাগাদ। এরপরও সময় মতো ম্যাচ শুরু করা গেল না। বাইশ গজ নিয়ে সমস্যা না থাকলেও আউটফিল্ড ভিজে থাকায় খেলা পিছিয়ে গেল একাধিকবার। ক্রিকেটের নন্দনকাননের নিকাশির এই হাল দেখে অবাক মাঠে উপস্থিত প্রাক্তন ক্রিকেটরারাও। দুপুরের দিকে যখন বৃষ্টি হয়েছে তখন আউটফিল্ড ঢাকতে অকারণে সময় নেওয়া হয়েছে। এমন অভিযোগও উঠছে। সব মিলিয়ে আর্বিভাবেই অনেক প্রশ্নের মুখে সৌরভ গাঙ্গুলি। 

.