র্যামোসের বিরুদ্ধে এক বিলিয়ান ইউরো ক্ষতিপূরণের মামলা!
রিয়াল অধিনায়কের বিরুদ্ধে ফিফাতেও অভিযোগ করেছেন বাসিম ওয়াহবা নামের এই আইনজীবি। তাঁর দাবি র্যামোস ইচ্ছা করে সালাকে আঘাত করেছে। তাই অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত।
নিজস্ব প্রতিবেদন: মহম্মদ সালার হাত ধরেই ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে মিশর। লিভারপুলের উইঙ্গারই পিরামিডের দেশটির আশা-ভরসা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সালার পাওয়া চোট যেন ধাক্কা দিয়ে গেছে মিশরকে। তাদের সেরা অস্ত্রকে নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে গোটা দেশ। একইসঙ্গে রিয়াল অধিনায়ক সার্গিও র্যামোসের ওপরও রাগে ফুঁসছে মিশরের মানুষ। আর সেই ক্ষোভ থেকেই স্প্যানিশ মিডফিল্ডারের বিরুদ্ধে এক বিলিয়ান ইউরো ক্ষতিপূরণের মামলা করলেন মিশরের এক আইনজীবি।
আরও পড়ুন- বাবাকে শ্রদ্ধা জানাতে পায়ে AK 47 রাইফেলের ট্যাটু!
রিয়াল অধিনায়কের বিরুদ্ধে ফিফাতেও অভিযোগ করেছেন বাসিম ওয়াহবা নামের এই আইনজীবি। তাঁর দাবি র্যামোস ইচ্ছা করে সালাকে আঘাত করেছে। তাই অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। লিভারপুল উইঙ্গারকে মেরে মিশরের মানুষকে মানসিকভাবে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ করেছেন বাসিম।
আরও পড়ুন- সৃঞ্জয় সই না করায় আটকে গেল মেহতাবের অগ্রিম পেমেন্ট